আমাদের দেশসহ ভারত আর বাইরের বিভিন্ন দেশেও পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরের ভক্ত রয়েছে অনেক। হানিয়া নাটক আর চলচ্চিত্রে অভিনয় করছেন ২০১৬ সাল থেকে। আর এখন তাঁর অভিনীত অনেক সিরিজ বেশ জনপ্রিয়। একটু বেশি নিখুঁত সৌন্দর্যের জন্য হানিয়ার প্লাস্টিক সার্জারি করানো নিয়ে অনেক বিতর্ক আর আলোচনা চলে প্রায়ই। এই সুন্দরী অভিনেত্রী অবশ্য বিষয়টি সব সময় এড়িয়ে যান বা অস্বীকার করেন। বাংলাদেশের অনেক ইনলফ্লুয়েন্সার সম্প্রতি তাঁর মতো হতে চাচ্ছেন বা তাঁকে অনুসরণ করছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল আর মিমসও হচ্ছে। হানিয়ার টোল পড়া মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর কারণে তাঁর রূপে মজে থাকেন সকলে। চলুন তবে এই সুন্দরী পাকিস্তানি অভিনেত্রীর কিছু লুক দেখে আসি ইন্সটাগ্রাম ঘুরে।
ছবি: হানিয়ার ইন্সটাগ্রাম