নতুন সব লুকে ফিরে আসছেন বিগত দশকের এই সুপারহিট ঢালিউড অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

শুরুটা হয়েছিল ২০১০ সালে 'খোঁজ দ্য সার্চ' সিনেমা দিয়ে। আলোচিত এই সিনেমায় ইয়ামিন হক ববির পর্দা উপস্থিতি বেশ নজর কেড়েছিল। এর পরে ২০১৩ সালে শাকিব খান আর বাপ্পী চৌধুরীর বিপরীতে সুপারহিট সিনেমায় অভিনয় করে লাইমলাইটে চলে আসেন ববি। সবার মাঝে একটু আলাদা করে নজর কাড়েন তিনি আকর্ষণীয় মুখশ্রী ও ফিগারে। বিগত দশকে বেশ ভালোই রাজত্ব করেছেন তিনি ঢালিউডে। এরপরে মেঘে মেঘে বেলা কেটে গিয়ে কিছুটা যেন অন্তরালে চলে গেলেন এই অভিনেত্রী। এখন আবার তাঁকে বেশ সক্রিয় দেখা যাচ্ছে সামাজিক যোগাসোগ মাধ্যমে। নতুন কিছু সিনেমার কাজ করছেন ইতিমধ্যেই। ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক করা এই স্মার্ট ঢালিউড সুন্দরীকে আসলেই মিস করছিলেন ভক্তরা। তাই তো ইন্সটাগ্রাম আর ফেসবুকে তাঁর আকর্ষণ ছড়ানো ছবিগুলোকে লাইক আর কমেন্টের জোয়ার দেখা যাচ্ছে। চলুন তবে সুন্দরী অভিনেত্রী ববির কিছু লুক দেখে আসি।

১/১২
লাল নেটের শাড়িতে আবেদন ছড়াচ্ছেন ববি
লাল নেটের শাড়িতে আবেদন ছড়াচ্ছেন ববি
বিজ্ঞাপন
২/১২
ফো লেদারের পোশাকে এভাবেই নজর কেড়েছিলেন ববি ঢালিউড সিনেময়
ফো লেদারের পোশাকে এভাবেই নজর কেড়েছিলেন ববি ঢালিউড সিনেময়
বিজ্ঞাপন
৩/১২
আবেদনময় নেটের গাউনে ববি
আবেদনময় নেটের গাউনে ববি
৪/১২
জিন্স আর টপের আকর্ষণীয় লুকে দেখা যাচ্ছে তাঁকে
জিন্স আর টপের আকর্ষণীয় লুকে দেখা যাচ্ছে তাঁকে
৫/১২
ববির মুখশ্রীর মাঝে একটা আলাদা সৌন্দর্য আছে
ববির মুখশ্রীর মাঝে একটা আলাদা সৌন্দর্য আছে
৬/১২
চেক শার্ট আর শর্টসে আবেদন ছড়ানো লুকে ববি
চেক শার্ট আর শর্টসে আবেদন ছড়ানো লুকে ববি
৭/১২
এই ঢালিউড সুন্দরী এখনো সমান আবেদনময়ী
এই ঢালিউড সুন্দরী এখনো সমান আবেদনময়ী
৮/১২
নট দেওয়া ডিপনেক টপের লুক সে কথাই বলছে। নজর কাড়ছে নাকের নথ
নট দেওয়া ডিপনেক টপের লুক সে কথাই বলছে। নজর কাড়ছে নাকের নথ
৯/১২
সিকুইনের ওয়াইন রঙা শাড়িতে ববি
সিকুইনের ওয়াইন রঙা শাড়িতে ববি
১০/১২
দারুণ ডিজাইনের ব্লাউজের সঙ্গে শাড়ির লুকে ববি
দারুণ ডিজাইনের ব্লাউজের সঙ্গে শাড়ির লুকে ববি
১১/১২
মেক ওভারে এখন অনেকটা ন্যাচারাল লুকের দিকে ঝুঁকেছেন এই সুন্দরী অভিনেত্রী
মেক ওভারে এখন অনেকটা ন্যাচারাল লুকের দিকে ঝুঁকেছেন এই সুন্দরী অভিনেত্রী
১২/১২
গোলাপি ড্রেসের লুক বলছে টালিউডে ফিরে আসার জন্য পুরোপুরি প্রস্তুত ইয়ামিন ববি
গোলাপি ড্রেসের লুক বলছে টালিউডে ফিরে আসার জন্য পুরোপুরি প্রস্তুত ইয়ামিন ববি

ছবি: ববির ইন্সটাগ্রাম

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০১: ৫৭
বিজ্ঞাপন