মিম যেন কাশবনের রাজকন্যা
শেয়ার করুন
ফলো করুন

প্রকৃতিতে এখন শরতের রাজত্ব। আর শরৎ মানেই কাশের মেলা। কাশবনে গিয়ে শরৎবিলাসে মেতে উঠছেন সবাই। তারকারাও বাদ যাচ্ছেন না। সম্প্রতি অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ফ্রেমবন্দী হতে দেখা গেছে কাশবনের নানা জায়গায়।

বিদ্যা সিনহা মিমকে ফ্রেমবন্দী হতে দেখা গেছে কাশবনের নানা জায়গায়
বিদ্যা সিনহা মিমকে ফ্রেমবন্দী হতে দেখা গেছে কাশবনের নানা জায়গায়

ছবিগুলোয় তাঁর নজrকাড়া সাজপোশাকের প্রশংসা না করে পারছেন না ভক্তরা। শরতের চিরন্তন রং নীল-সাদা থেকে বের হয়ে মিম ধরা দিয়েছেন একদম ভিন্ন আমেজে। তিনি পরেছেন কালো সুতির শাড়ি।

শরতের চিরন্তন রং নীল-সাদা থেকে বের হয়ে মিম পরেছেন কালো সুতির শাড়ি।
শরতের চিরন্তন রং নীল-সাদা থেকে বের হয়ে মিম পরেছেন কালো সুতির শাড়ি।
আবেদন বাড়িয়েছে স্লিভলেস ও ব্যাকলেস ব্লাউজ
আবেদন বাড়িয়েছে স্লিভলেস ও ব্যাকলেস ব্লাউজ

শাড়ির পাড়জুড়ে রয়েছে লাল-সাদা ব্লকের ছাপ, জমিনে লাল সুতায় আরশির কাজ আর আঁচলে শোভা বাড়িয়েছে ঝুলে থাকা লাল পমপম। শাড়ির সঙ্গে জুটি বেঁধেছে স্লিভলেস ও ব্যাকলেস ব্লাউজ।

বিজ্ঞাপন

শরতে এমন সমন্বয়ের পোশাক মিমের সাজে এনেছে অন্যতর আবেদন। সঙ্গে তিনি বেছে নিয়েছেন লাল কাচের চুড়ি ও অক্সিডাইজড দুল। তাঁর হালকা সাজে ফুটে উঠেছে শরতের মতো স্নিগ্ধ আমেজ।

লিপস্টিক আর ছোট্ট লাল টিপের সাজেই মন কাড়ছেন তিনি
লিপস্টিক আর ছোট্ট লাল টিপের সাজেই মন কাড়ছেন তিনি
গোধূলিলগ্নে কাশফুল হাতে মোহনীয় মিম্ন
গোধূলিলগ্নে কাশফুল হাতে মোহনীয় মিম্ন

ছেড়ে রাখা চুল, আইলাইনার, লিপস্টিক আর ছোট্ট লাল টিপের সাজেই যেন মোহময়ী মিম। কাশবনের মনোরম আবহে তোলা স্টাইলিশ সব ছবিতে শরতের ছাপ পরিষ্কার। কখনো কাশফুল হাতে , কখনো গোধূলিমাখা কাশবনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন অভিনেত্রী। ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করে মিম লিখেছেন,

‘নিচে সাদা কাশফুল, ওপরে মেঘের ভেলা,
আহা কী অপূর্ব, এই গোধূলি বিকেলবেলা।’

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন