নতুনের জয়গান সবক্ষেত্রেই কাম্য। আর অভিনয় জগতে কাজলরেখা সিনেমা দিয়ে নবাগতা অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী এ বছর বেশ নজর কেড়েছেন। সুন্দরী এই নতুন নায়িকার এক ঢাল চুল, আকর্ষণীয় মুখশ্রী আর আবেদনময় সব লুক বেশ নজর কেড়েছে সকলের বছর জুড়েই। কখনো অবকাশ যাপন, সিনেমার লুক, ফটোশ্যুট আর বিভিন্ন অনুষ্ঠানে গ্ল্যামারাস সাজপোশাকে দেখা গিয়েছেন মন্দিরাকে। চলুন তবে এবার দেখে নিই এই অভিনেত্রীর ২০২৪ সালের ১০টি আবেদনময় লুক।
ছবি: মন্দিরার ইন্সটাগ্রাম