এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে দেখা যায়নি কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে। এবারের আসরের হাইলাইট বলা যায় জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির রাজসিক প্রত্যাবর্তনকে।
ঝিকিমিকি ন্যুড গাউনে ১৪ বছর পর কানে ফিরলেন তিনি আলোচিত এডিংটন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে। এখানে তাঁর সঙ্গে আরো সব বাঘা বাঘা তারকা থাকলেও জোলির জাদুতে যেন আচ্ছন্ন হয়ে উঠেছিল রেড কার্পেট।
আপাদমস্তক স্পার্কলিং লুকেই সেজেছেন এই সুন্দরী অভিনেত্রী। আর নজরকাড়া স্ট্র্যাপলেস গ্ল্যামারাস গাউনটির জন্য তিনি তাঁর ফেভারিট ইতালিয়ান বিলাসবিহুল লেবেল ব্রুনেলো কুচিনেলিকেই বেছে নিয়েছেন। আর সেই সঙ্গে কোয়ায়েট লাক্সারি থেকে বেরিয়ে বেশ ঝলমলে হীরার নেকপিস পরেছেন জোলি। বলাইবাহুল্য নেকপিসটি তাঁর আরেক ফেভারিট ব্র্যান্ড চোপার্ড এর।
কাশ্মীরি ফেব্রিকের নরম বেইসে তৈরি ন্যুডরঙা ক্ল্যাসিক ঘেরের গাউনে গ্লিটার আর সিকুইনের পরিমিত ব্যবহার দেখা যাচ্ছে। খোলা চুল আর হালকা মেকওভারে অ্যাঞ্জেলিনা জোলির থেকে চোখ ফেরানো দায়।
সূত্র: পেইজ সিক্স
ছবি: ইন্সটাগ্রাম