
অভিনেত্রী উষসী রায় মানেই উষ্ণতা ছড়ানো নানা লুক। প্রায়ই ইন্সটাগ্রামে ঝড় তোলেন তিনি বিভিন্ন আবেদনময় সাজপোশাকে। উষসীর উষ্ণতা ছড়ানো লুক তো প্রায়ই দেখি আমরা। এবারে চাংকি বুননের উলের সোয়েটার আর কফির কাপের উষ্ণতা নিজেই উপভোগ করছেন এই অভিনেত্রী।





ছবি: উষসীর ইন্সটাগ্রাম