উষসীর উলের সোয়েটার আর কফির কাপে একটুখানি উষ্ণতা
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী উষসী রায় মানেই উষ্ণতা ছড়ানো নানা লুক। প্রায়ই ইন্সটাগ্রামে ঝড় তোলেন তিনি বিভিন্ন আবেদনময় সাজপোশাকে। উষসীর উষ্ণতা ছড়ানো লুক তো প্রায়ই দেখি আমরা। এবারে চাংকি বুননের উলের সোয়েটার আর কফির কাপের উষ্ণতা নিজেই উপভোগ করছেন এই অভিনেত্রী।

১/৫
হালকা হালকা শীতে চাংকি বুননের উলের সোয়েটারের ওম উপভোগ করছেন উষসী
হালকা হালকা শীতে চাংকি বুননের উলের সোয়েটারের ওম উপভোগ করছেন উষসী
বিজ্ঞাপন
২/৫
অফ দ্য শোল্ডার ধূসর শেডের সোয়েটারের সঙ্গী হয়েছে এক কাপ উষ্ণ কফি
অফ দ্য শোল্ডার ধূসর শেডের সোয়েটারের সঙ্গী হয়েছে এক কাপ উষ্ণ কফি
বিজ্ঞাপন
৩/৫
ব্যাকলেস লুকে টিজ করতে ছাড়েন নি এই লাস্যময়ী অভিনেত্রী খোলা ওয়েভি চুলে
ব্যাকলেস লুকে টিজ করতে ছাড়েন নি এই লাস্যময়ী অভিনেত্রী খোলা ওয়েভি চুলে
৪/৫
ক্যাজুয়াল লুকে অনুষঙ্গের ঝামেলায় যান নি উষসী
ক্যাজুয়াল লুকে অনুষঙ্গের ঝামেলায় যান নি উষসী
৫/৫
চোখে হালকা ধূসর নীল আইশ্যাডো, কাজল আর ম্যাট ন্যুড শেডের মেরুন ঠোঁটে মোহনীয় লাগছেন এই অভিনেত্রী
চোখে হালকা ধূসর নীল আইশ্যাডো, কাজল আর ম্যাট ন্যুড শেডের মেরুন ঠোঁটে মোহনীয় লাগছেন এই অভিনেত্রী

ছবি: উষসীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৬: ৪৫
বিজ্ঞাপন