অভিনেত্রী কঙ্গনা শর্মার ডেব্যু হয়েছে সেই ২০১২ সালেই। ৩৬ বছর বয়সী এই পাঞ্জাবি সুন্দরীকে দেখা গিয়েছে হিন্দি সিনেমা, পাঞ্জাবি মিউজিক ভিডিও আর নানা বিজ্ঞাপনে। আজকাল ওয়েব সিরিজেও অভিনয় করছেন। ২০১৪ সালে মিস মেক্সিকো প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার আপ হয়েছিলেন। কঙ্গনা শর্মা পর্দায় ঝড় না তুললেও সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন অনুষ্ঠানে বারবার আলোচনায় আসেন তাঁর বোল্ড লুকের জন্য। আর তিনি তা ক্যারি করেন বেশ স্টাইলিশ কায়দায়, বলতেই হয়।
ছবি: কঙ্গনার ইন্সটাগ্রাম