ছোট পর্দায় সাফল্যের পর ওটিটি ও বড় পর্দায়ও এখন আলোচিত মুখ সাদিয়া আয়মান। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাঁর অভিনীত সিনেমা ‘উৎসব’ এখনো দর্শকমহলে জনপ্রিয়তার শীর্ষে। সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা সাদিয়ার অসাধারণ ফ্যাশন সেন্সেরও তারিফ করেন। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন তিনি। তবে সম্প্রতি শেয়ার করা অভিনেত্রীর বিজনেস ক্যাজুয়াল লুকের ছবিগুলো যেন স্নিগ্ধ আবেদনে একটু আলাদা।