বিজনেস ক্যাজুয়াল লুকের স্নিগ্ধ আবেদনে সাদিয়া আয়মান
শেয়ার করুন
ফলো করুন

ছোট পর্দায় সাফল্যের পর ওটিটি ও বড় পর্দায়ও এখন আলোচিত মুখ সাদিয়া আয়মান। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাঁর অভিনীত সিনেমা ‘উৎসব’ এখনো দর্শকমহলে জনপ্রিয়তার শীর্ষে। সুন্দর অভিনয়ের পাশাপাশি অনুরাগীরা সাদিয়ার অসাধারণ ফ্যাশন সেন্সেরও তারিফ করেন। ছিমছাম সাজপোশাকেই বেশির ভাগ সময় ফ্রেমবন্দী হন তিনি। তবে সম্প্রতি শেয়ার করা অভিনেত্রীর বিজনেস ক্যাজুয়াল লুকের ছবিগুলো যেন স্নিগ্ধ আবেদনে একটু আলাদা।

১/৭
শুধু চোখধাঁধানো নয়, চোখজুড়ানো সৌন্দর্যও মানুষকে সমানভাবেই টানে। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের মধ্যেও এমন স্নিগ্ধ আর চোখ জুড়ানো এক ব্যাপার রয়েছে, বলতেই হয়।
শুধু চোখধাঁধানো নয়, চোখজুড়ানো সৌন্দর্যও মানুষকে সমানভাবেই টানে। বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানের মধ্যেও এমন স্নিগ্ধ আর চোখ জুড়ানো এক ব্যাপার রয়েছে, বলতেই হয়।
বিজ্ঞাপন
২/৭
এখানে ক্যাজুয়াল লুকে অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন
এখানে ক্যাজুয়াল লুকে অভিনেত্রী ফ্রেমবন্দী হয়েছেন
বিজ্ঞাপন
৩/৭
সাদা শার্টের সঙ্গে রোজ গোল্ড রঙের হাইওয়েষ্ট প্যান্ট পরেছেন তিনি। সঙ্গী হয়েছে ন্যুড শু
সাদা শার্টের সঙ্গে রোজ গোল্ড রঙের হাইওয়েষ্ট প্যান্ট পরেছেন তিনি। সঙ্গী হয়েছে ন্যুড শু
৪/৭
মিনিমাল মেকআপ মানেই যে বোরিং নয়, সেটাই স্পষ্ট এই লুকে। আইলাইনার দেওয়া চোখ আর হালকা বাদামি লিপকালার শোভা বাড়িয়েছে ঠোঁটে। সামার স্টাইলের জন্য বেঁধে রাখা হেয়ারস্টাইল বেছে নিয়েছেন অভিনেত্রী
মিনিমাল মেকআপ মানেই যে বোরিং নয়, সেটাই স্পষ্ট এই লুকে। আইলাইনার দেওয়া চোখ আর হালকা বাদামি লিপকালার শোভা বাড়িয়েছে ঠোঁটে। সামার স্টাইলের জন্য বেঁধে রাখা হেয়ারস্টাইল বেছে নিয়েছেন অভিনেত্রী
৫/৭
এই আউটফিটের সঙ্গে জুটি হয়েছে সাদা ক্রসবডি ব্যাগ
এই আউটফিটের সঙ্গে জুটি হয়েছে সাদা ক্রসবডি ব্যাগ
৬/৭
মেটালিক হুপ দুল তাঁর কানে, হাতে সিলভার রিস্টওয়াচ। অভিনেত্রীর পুরো লুকে যোগ হয়েছে এলিগ্যান্ট টাচ
মেটালিক হুপ দুল তাঁর কানে, হাতে সিলভার রিস্টওয়াচ। অভিনেত্রীর পুরো লুকে যোগ হয়েছে এলিগ্যান্ট টাচ
৭/৭
এই ক্যাজুয়াল লুক সেমি-ফরমাল মিটিং, ব্রাঞ্চ বা মিড-ডে ইভেন্ট এমনকি এ সময়ের পার্টি লুক হিসেবেও পারফেক্ট চয়েস
এই ক্যাজুয়াল লুক সেমি-ফরমাল মিটিং, ব্রাঞ্চ বা মিড-ডে ইভেন্ট এমনকি এ সময়ের পার্টি লুক হিসেবেও পারফেক্ট চয়েস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন