অভিনেত্রী জয়া আহসানকে মানায় যে কোনো সাজপোশাকে। তবে গ্ল্যামারাস লুকে তিনি একেবারেই তুলনাহীন। নিখুঁত ত্বক আর আকর্ষণীয় ফিগারে গ্ল্যাম মেকওভার আর নজরকাড়া সব আবেদনময় পোশাকে জাদু ছড়ান তিনি। আর এখন তো মনে হচ্ছে জয়া আহসানের জাদু থামছেই না। কাল বিকেলে কালো-সোনালির চমকের পর আজ পার্পল ওয়ান শোল্ডার গাউনে মুগ্ধ করলেন তিনি ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে।
ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম
ফটোগ্রাফি: সালেক ক্লিকস
মেকওভার: তারেক আহমেদ