জয়া আহসানের জাদু থামছেই না, এবার গ্ল্যামার ছড়ালেন পার্পল ওয়ান শোল্ডারে
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী জয়া আহসানকে মানায় যে কোনো সাজপোশাকে। তবে গ্ল্যামারাস লুকে তিনি একেবারেই তুলনাহীন। নিখুঁত ত্বক আর আকর্ষণীয় ফিগারে গ্ল্যাম মেকওভার আর নজরকাড়া সব আবেদনময় পোশাকে জাদু ছড়ান তিনি। আর এখন তো মনে হচ্ছে জয়া আহসানের জাদু থামছেই না। কাল বিকেলে কালো-সোনালির চমকের পর আজ পার্পল ওয়ান শোল্ডার গাউনে মুগ্ধ করলেন তিনি ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিতে।

১/৫
গাউনের পুরো প্যাটার্ন বোঝা না গেলেও পার্পল এই আউটফিটের ওয়ান শোল্ডার ডিজাইনে দারুণ আকর্ষণীয় লাগছে জয়াকে।
গাউনের পুরো প্যাটার্ন বোঝা না গেলেও পার্পল এই আউটফিটের ওয়ান শোল্ডার ডিজাইনে দারুণ আকর্ষণীয় লাগছে জয়াকে।
বিজ্ঞাপন
২/৫
বর্ডারে আছে অ্যান্টিক আমেজের কারুকাজ। জমকালো হলেও অত্যন্ত এলিগ্যান্ট লাগছে আউটফিটটি।
বর্ডারে আছে অ্যান্টিক আমেজের কারুকাজ। জমকালো হলেও অত্যন্ত এলিগ্যান্ট লাগছে আউটফিটটি।
বিজ্ঞাপন
৩/৫
ম্যাচিং দুল আর আংটি ঝিকিমিকি দ্যুতি ছড়াচ্ছে। লাক্স সুপারস্টারের অনুষ্ঠানে মেন্টর হিসেবে এভাবেই নিজেকে উপস্থাপন করেছেন জয়া
ম্যাচিং দুল আর আংটি ঝিকিমিকি দ্যুতি ছড়াচ্ছে। লাক্স সুপারস্টারের অনুষ্ঠানে মেন্টর হিসেবে এভাবেই নিজেকে উপস্থাপন করেছেন জয়া
৪/৫
সফট গ্ল্যাম আমেজের মেকওভারে দেখা যাচ্ছে জয়াকে। সেমি স্মোকি ফিনিশের চোখের সাজ আর ন্যুড লিপসে পার্পলের ছোঁয়া নজর কাড়ছে
সফট গ্ল্যাম আমেজের মেকওভারে দেখা যাচ্ছে জয়াকে। সেমি স্মোকি ফিনিশের চোখের সাজ আর ন্যুড লিপসে পার্পলের ছোঁয়া নজর কাড়ছে
৫/৫
হাতে ঘড়ি পরেছেন জয়া সোনালি চেইনের। ক্ল্যাসিক ব্যাংসে কপার হাইলাইটস। কিছুটা মেসি পনিটেইলের আমেজ হেয়ারস্টাইলে
হাতে ঘড়ি পরেছেন জয়া সোনালি চেইনের। ক্ল্যাসিক ব্যাংসে কপার হাইলাইটস। কিছুটা মেসি পনিটেইলের আমেজ হেয়ারস্টাইলে

ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম

ফটোগ্রাফি: সালেক ক্লিকস

মেকওভার: তারেক আহমেদ

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৫: ২৪
বিজ্ঞাপন