টিভি ও অন্তর্জালের ভিডিওসাইটে বিভিন্ন নাটকে দেখা মেলে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের। সুন্দরী এই অভিনেত্রী সম্প্রতি দেশে ক্রান্তিলগ্নে ছাত্র-জনতার আন্দোলনে জোরালো ভূমিকা রেখে বেশ আলোচনায় এসেছেন। সাম্প্রতিক বন্যার সময়ও কার্যকর ভূমিকা রেখেছেন তিনি দুর্গত এলাকায় গিয়ে। মিষ্টি হাসি আর দারুণ ফ্যাশন সেন্সের জন্য সব লুকেই তিনি বেশ নজর কাড়েন। ইন্সটাগ্রাম ঘুরে দেশি-বিদেশি লুকে চমকের কিছু চমকপ্রদ সাজপোশাকের ছবি দেখে নিই চলুন।
ছবি: চমকের ইন্সটাগ্রাম