বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে চলতি বছরের আগস্টে। প্রথম সংস্করণে বাজিমাত করা এই সিনেমা এবারও সাফল্য পেয়েছে বহুমাত্রায়। আর এখানে অভিনয় করে আবারও নিজের উপস্থিতি জানান দিয়েছেন বলি সুন্দরী শ্রদ্ধা কাপুর।অভিনেত্রীর সময়টাও ভালো কাটছে এখন। বিখ্যাত ভারতীয় ওমেন্স ম্যাগাজিন ‘ফেমিনা’র কভার গার্ল হিসেবেও দেখা গেছে সম্প্রতি তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রামেই আছে স্টাইলিশ আউটফিট পরা ছবিগুলো। ক্যাপশনে লেখা, ‘শ্রীদেবীজি আমার অনুপ্রেরণা।’ প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ছিলেন ভীষণ সুন্দর আর স্টাইলিশ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বেছে নিতেন তাঁর আউটফিট। তাঁকেই আইডল ভাবেন শ্রদ্ধা কাপুর। চলুন দেখে নিই ছবিগুলো