শ্রীদেবীর অনুপ্রেরণায় শ্রদ্ধার আকর্ষণীয় লুক
শেয়ার করুন
ফলো করুন

বহুল প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ মুক্তি পেয়েছে চলতি বছরের আগস্টে। প্রথম সংস্করণে বাজিমাত করা এই সিনেমা এবারও সাফল্য পেয়েছে বহুমাত্রায়। আর এখানে অভিনয় করে আবারও নিজের উপস্থিতি জানান দিয়েছেন বলি সুন্দরী শ্রদ্ধা কাপুর।অভিনেত্রীর সময়টাও ভালো কাটছে এখন। বিখ্যাত ভারতীয় ওমেন্স ম্যাগাজিন ‘ফেমিনা’র কভার গার্ল হিসেবেও  দেখা গেছে সম্প্রতি তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রামেই আছে স্টাইলিশ আউটফিট পরা ছবিগুলো। ক্যাপশনে লেখা, ‘শ্রীদেবীজি আমার অনুপ্রেরণা।’ প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ছিলেন ভীষণ সুন্দর আর স্টাইলিশ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বেছে নিতেন তাঁর আউটফিট। তাঁকেই আইডল ভাবেন শ্রদ্ধা কাপুর। চলুন দেখে নিই ছবিগুলো

১/৭
এই লুকে কপার গোল্ড ঝলমলে বাস্টিয়ারের সঙ্গে শ্রদ্ধা পরেছেন সাইড স্লিট ফ্লোরাল মোটিফের স্কার্ট। কানে পরেছেন গোল্ডেন হুপ আর পায়ে একই রঙের নজরকাড়া হাই হিল
এই লুকে কপার গোল্ড ঝলমলে বাস্টিয়ারের সঙ্গে শ্রদ্ধা পরেছেন সাইড স্লিট ফ্লোরাল মোটিফের স্কার্ট। কানে পরেছেন গোল্ডেন হুপ আর পায়ে একই রঙের নজরকাড়া হাই হিল
বিজ্ঞাপন
২/৭
আইভরি স্ট্র্যাপলেস ব্রালেট আর এমব্রয়ডারি করা ফ্লোরাল পেনসিল স্কার্টের লুকে আবেদন যোগ করেছে ফ্লোরাল নেটের কেপ।
আইভরি স্ট্র্যাপলেস ব্রালেট আর এমব্রয়ডারি করা ফ্লোরাল পেনসিল স্কার্টের লুকে আবেদন যোগ করেছে ফ্লোরাল নেটের কেপ।
৩/৭
এই সুন্দর আউটফিটের সঙ্গে অভিনেত্রী কানে পরেছেন সাদা স্টোনের ছোট্ট দুল আর হাতে আংটি।
এই সুন্দর আউটফিটের সঙ্গে অভিনেত্রী কানে পরেছেন সাদা স্টোনের ছোট্ট দুল আর হাতে আংটি।
বিজ্ঞাপন
৪/৭
এই লুকে আইভরি রঙের সিকুইন সজ্জিত শাড়ি পরেছেন তিনি। জুটি বেঁধেছে সুইটহার্ট নেকের ব্লাউজ।
এই লুকে আইভরি রঙের সিকুইন সজ্জিত শাড়ি পরেছেন তিনি। জুটি বেঁধেছে সুইটহার্ট নেকের ব্লাউজ।
৫/৭
তাঁর মনোক্রোম লুকে আবেদন বাড়িয়েছে মিনিমাল মেকআপ আর ঢেউখেলানো চুল।
তাঁর মনোক্রোম লুকে আবেদন বাড়িয়েছে মিনিমাল মেকআপ আর ঢেউখেলানো চুল।
৬/৭
স্ট্র্যাপলেস কোরসেটের সঙ্গে লেইস দিয়ে ডিজাইন করা বডিফিট স্কার্টে শ্রদ্ধা।
স্ট্র্যাপলেস কোরসেটের সঙ্গে লেইস দিয়ে ডিজাইন করা বডিফিট স্কার্টে শ্রদ্ধা।
৭/৭
মিনিমাল মেকআপ, ছেড়ে রাখা ঢেউখেলানো চুল আর মিষ্টি হাসিতে যেন দ্যুতি ছড়াচ্ছেন নায়িকা।
মিনিমাল মেকআপ, ছেড়ে রাখা ঢেউখেলানো চুল আর মিষ্টি হাসিতে যেন দ্যুতি ছড়াচ্ছেন নায়িকা।
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন