অভিনেত্রী রুনা খানের সাজপোশাকের জন্য সারা বছর জুড়েই সবচেয়ে প্রিয় রং সাদা। একেবারে চোখের আরাম দেওয়া আরামদায়ক সাদার সাজে নিজের সুন্দর কিছু ছবি তিনি ভাগ করে নেন তিনি প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে গল্প হলো হাল ফ্যাশনের সঙ্গে রুনার। সাদার প্রতি নিজের একটু বেশি পক্ষপাতিত্বের কথা জানালেন এই অভিনেত্রী। বললেন, নিজের মতো করে সাজপোশাক বেছে নেওয়ার অবকাশ থাকলে শুভ্রতাই তাঁর প্রথম পছন্দ। বিশেষ করে দেশি সাদা সুতির শাড়ি বা আরামদায়ক সাদা কুর্তি, কামিজ বা এমন কোনো পোশাক পরতে খুব পছন্দ করেন রুনা খান। তাঁর কিছু চোখ জুড়ানো শুভ্র লুকের ঝলক দেখে নিই চলুন ইন্সটাগ্রামের ছবি থেকে।
ছবি: রুনা খানের ইন্সটাগ্রাম