সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন লরিয়াল কন্যা আর বলিউড সুইটহার্ট আলিয়া ভাটের কান চলচ্চিত্র উৎসবের অভিষেকের জন্য। যুদ্ধাবস্থার মধ্যে এই জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী কিছুটা দোলাচলে ছিলেন ঘটা করে কান রেড কার্পেটে ডেব্যু করা নিয়ে। তবে আজ কাস্টম স্ক্যাপেরল্লি গাউনে আলিয়ার এই সুপার এলিগ্যান্ট লুক দেখে মনে হচ্ছিল, এর চেয়ে পারফেক্ট আর কিছুই হতে পারে না যেন। জুলিয়াস সিজারের মতো বলতেই হয়, ভেনি, ভিডি, ভিচি। এলেন, দেখলেন,জয় করলেন আলিয়া কান রেড কার্পেট।
ছবি: ইন্সটাগ্রাম