এক ডজন আকর্ষণীয় লুকে চিনে নিন টিভি সিরিয়ালের ফ্যাশনিস্তা অভিনেত্রী অদ্রিজাকে
শেয়ার করুন
ফলো করুন

অভিনয়জগতে অদ্রিজা রায়ের যাত্রা শুরু হয়েছিল কলকাতার টিভি ধারাবাহিক দিয়ে, কিন্তু তাঁর স্বপ্নের পরিধি ছিল অনেক বড়। কলকাতার এই মেয়ে আজ হিন্দি সিরিয়ালের ছোট পর্দায়ও এক পরিচিত মুখ। শুধু অভিনয়েই নন, ফ্যাশনের দুনিয়ায়ও তিনি অনন্যা। তাঁর স্টাইল–সেন্স ও গ্ল্যামার যেন চোখধাঁধানো। সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই নিজের স্টাইলিশ লুক শেয়ার করেন অভিনেত্রী, যা রীতিমতো অনুপ্রেরণা হয়ে উঠেছে তরুণ প্রজন্মের ফ্যাশনপ্রেমীদের জন্য। এবারে ১০টি আকর্ষণীয় লুকে চিনে নিন টিভি সিরিয়ালের ফ্যাশনিস্তা অভিনেত্রী অদ্রিজাকে।

১/১২
পার্টি আমেজের হল্টারনেক আউটফিটে গ্ল্যাম ছড়াচ্ছেন অভিনেত্রী। ন্যুড মেকআপে নজর কাড়ছে তাঁর চোখের সাজ।
পার্টি আমেজের হল্টারনেক আউটফিটে গ্ল্যাম ছড়াচ্ছেন অভিনেত্রী। ন্যুড মেকআপে নজর কাড়ছে তাঁর চোখের সাজ।
বিজ্ঞাপন
২/১২
থাই স্লিট ভেলভেট গাউনের আবেদন জাগানো অল ব্ল্যাক লুকে অদ্রিজা
থাই স্লিট ভেলভেট গাউনের আবেদন জাগানো অল ব্ল্যাক লুকে অদ্রিজা
বিজ্ঞাপন
৩/১২
সামার ফ্যাশনে অভিনেত্রীর বিশেষ পছন্দ ফ্লোরাল মিডি ড্রেস।
সামার ফ্যাশনে অভিনেত্রীর বিশেষ পছন্দ ফ্লোরাল মিডি ড্রেস।
৪/১২
 লাইম গ্রিন রুসড গাউন বেছে নিয়েছেন তিনি এই লুকে। আবেদন ছড়াচ্ছে গাউনের কাটআউট প্যাটার্ন আর সাইড স্লিট ডিজাইন।
লাইম গ্রিন রুসড গাউন বেছে নিয়েছেন তিনি এই লুকে। আবেদন ছড়াচ্ছে গাউনের কাটআউট প্যাটার্ন আর সাইড স্লিট ডিজাইন।
৫/১২
টাইগার প্রিন্টের স্ট্র্যাপলেস গাউনে।
টাইগার প্রিন্টের স্ট্র্যাপলেস গাউনে।
৬/১২
সাদা ফ্লোরাল গাউনের স্নিগ্ধ লুকে অদ্রিজা।
সাদা ফ্লোরাল গাউনের স্নিগ্ধ লুকে অদ্রিজা।
৭/১২
নীল লেহেঙ্গা আর মাল্টিকালার স্টোনের গয়নায় বাঙালি সিন্ডারেলার রূপে ধরা দিয়েছেন অদ্রিজা।
নীল লেহেঙ্গা আর মাল্টিকালার স্টোনের গয়নায় বাঙালি সিন্ডারেলার রূপে ধরা দিয়েছেন অদ্রিজা।
৮/১২
নিয়ন রঙের স্টাইলিশ আউটফিটে স্টাইলিশ অদ্রিজা। পরেছেন ক্রস র‍্যাপ ক্রপ টপ ও হাইওয়েস্ট বটম; সঙ্গে উঁচু করে বাঁধা পনিটেল।
নিয়ন রঙের স্টাইলিশ আউটফিটে স্টাইলিশ অদ্রিজা। পরেছেন ক্রস র‍্যাপ ক্রপ টপ ও হাইওয়েস্ট বটম; সঙ্গে উঁচু করে বাঁধা পনিটেল।
৯/১২
ল্যাভেন্ডার রঙের মিনি ড্রেসের সঙ্গে অভিনেত্রীর মেকআপ আর হেয়ারস্টাইলটাও বেশ নজরকাড়া।
ল্যাভেন্ডার রঙের মিনি ড্রেসের সঙ্গে অভিনেত্রীর মেকআপ আর হেয়ারস্টাইলটাও বেশ নজরকাড়া।
১০/১২
 সাদা ম্যাক্সি গাউন পড়ে দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
সাদা ম্যাক্সি গাউন পড়ে দ্যুতি ছড়াচ্ছেন তিনি।
১১/১২
হাই ওয়েস্ট জিন্স আর স্লিভলেস কালো টপে অদ্রিজা
হাই ওয়েস্ট জিন্স আর স্লিভলেস কালো টপে অদ্রিজা
১২/১২
রংচঙে মিনিড্রেসের ভেতরে উঁকি দিচ্ছে একই আমেজের ব্রালেট। নিয়ন সবুজ স্নিকার্স আর কালো শেডসে স্টাইল বেড়েছে
রংচঙে মিনিড্রেসের ভেতরে উঁকি দিচ্ছে একই আমেজের ব্রালেট। নিয়ন সবুজ স্নিকার্স আর কালো শেডসে স্টাইল বেড়েছে

ছবি: অদ্রিজার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২: ০০
বিজ্ঞাপন