অভিনয়জগতে অদ্রিজা রায়ের যাত্রা শুরু হয়েছিল কলকাতার টিভি ধারাবাহিক দিয়ে, কিন্তু তাঁর স্বপ্নের পরিধি ছিল অনেক বড়। কলকাতার এই মেয়ে আজ হিন্দি সিরিয়ালের ছোট পর্দায়ও এক পরিচিত মুখ। শুধু অভিনয়েই নন, ফ্যাশনের দুনিয়ায়ও তিনি অনন্যা। তাঁর স্টাইল–সেন্স ও গ্ল্যামার যেন চোখধাঁধানো। সোশ্যাল মিডিয়ায় নিয়মিতই নিজের স্টাইলিশ লুক শেয়ার করেন অভিনেত্রী, যা রীতিমতো অনুপ্রেরণা হয়ে উঠেছে তরুণ প্রজন্মের ফ্যাশনপ্রেমীদের জন্য। এবারে ১০টি আকর্ষণীয় লুকে চিনে নিন টিভি সিরিয়ালের ফ্যাশনিস্তা অভিনেত্রী অদ্রিজাকে।
ছবি: অদ্রিজার ইন্সটাগ্রাম