অভিনেত্রী তমা মির্জা নানা ধরনের নিরীক্ষাধর্মী চরিত্রে অভিনয় করেন। সেখানে চরিত্র বুঝেই কস্টিউম পরতে হয় তাঁকে। তবে পর্দার বাইরে তিনি নিজের এক স্টাইল স্টেটমেন্ট গড়ে তুলেছেন বেশ ভালোভাবেই। অনুষ্ঠানে বা বিশেষ দিনে প্রায়ই আমরা তমাকে জমকালো লুকে দেখি। এমন সময় তিনি গ্ল্যামারাস মেকওভারের সঙ্গে শাড়ি, গাউন বা এথনিকওয়্যার পরেন ঘুরিয়ে–ফিরিয়ে। আবার এমনিতে সব সময়কার লুকে তমা বেশির ভাগ সময় পশ্চিমা ঘরানার ক্যাজুয়াল পোশাকই পরেন। চমৎকার ফিগারের এই অভিনেত্রীকে গাউন, ড্রেস, জিনস এমনকি লাউঞ্জওয়্যারেও মানায় খুব। কোথাও একটা পাশ্চাত্য আমেজের সৌন্দর্য রয়েছে তমার মধ্যে। তবে শাড়িতে এই সুন্দরী অভিনেত্রীকে একেবারেই অন্য রকম মোহনীয় লাগে। তমা মির্জার ইনস্টাগ্রাম ঘুরে তাঁর যত আকর্ষণীয় শাড়ির লুকের ছবি দেখে নিই চলুন তবে।