বলিউডের পর এখন দক্ষিণে নজর কাড়ছেন আবেদনময়ী নিধি
শেয়ার করুন
ফলো করুন

ভারতের মাড়োয়ারি পরিবারের মেয়ে হলেও হিন্দি থেকে শুরু করে তামিল আর তেলেগু ভাষায় বেশ দক্ষ নিধি আগরোয়াল। অভিনয় জগতে আসার আগে মডেলিং করেছেন এক সময়। এরপর বলিউডে ডেব্যু করেন ২০১৭ সালে। 'মুন্না মাইকেল' সিনেমায় বেশ নজর কাড়েন তিনি। এরপর অবশ্য দক্ষিণের চলচ্চিত্র জগতের দিকেই ঝুঁকতে দেখা যায় এই আবেদনময়ী অভিনেত্রীকে। এখন তামিল ও তেলেগু সিনেমা করছেন তিনি কয়েকটি। আর সব জায়গায়ই নিজের আকর্ষণীয় সব লুকে দিয়ে সকলের নজর কাড়তে দেখা যায় ত্রিশে পা দেওয়া নিধিকে। এদিকে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করে বেশ আলোচনায় আসেন তিনি। চলুন তবে ইন্সটাগ্রাম থেকে নিধির কিছু আবেদনময়ী লুক দেখে আসি।

১/৯
সাদা ডিপনেক টপ ও জিনসে আবেদন ছড়াচ্ছেন নিধি
সাদা ডিপনেক টপ ও জিনসে আবেদন ছড়াচ্ছেন নিধি
বিজ্ঞাপন
২/৯
এখানে নিধি পরেছেন গভীর নেকলাইনের বেইজ রঙের নিটেড ড্রেস
এখানে নিধি পরেছেন গভীর নেকলাইনের বেইজ রঙের নিটেড ড্রেস
বিজ্ঞাপন
৩/৯
ঝলমলে সবুজ শাড়ি আর বড় কানবালায় সুন্দরী নিধি
ঝলমলে সবুজ শাড়ি আর বড় কানবালায় সুন্দরী নিধি
৪/৯
বেইজ রঙের স্লিট দেওয়া মিনিড্রেসে আবেদনময়ী নিধি
বেইজ রঙের স্লিট দেওয়া মিনিড্রেসে আবেদনময়ী নিধি
৫/৯
ফুলেল টপে অফ দ্য শোল্ডার ডিজাইন দেখা যাচ্ছে নিধির পরনে। সঙ্গে গোলাপি মিনি স্কার্ট
ফুলেল টপে অফ দ্য শোল্ডার ডিজাইন দেখা যাচ্ছে নিধির পরনে। সঙ্গে গোলাপি মিনি স্কার্ট
৬/৯
ওয়ান শোল্ডার স্লিট গাউনে নিধি
ওয়ান শোল্ডার স্লিট গাউনে নিধি
৭/৯
কমলা সিকুইনের ড্রেসে নজর কাড়ছেন এই অভিনেত্রী
কমলা সিকুইনের ড্রেসে নজর কাড়ছেন এই অভিনেত্রী
৮/৯
ক্ল্যাসিক দক্ষিণি লুকে শাড়ির সাজে নিধি
ক্ল্যাসিক দক্ষিণি লুকে শাড়ির সাজে নিধি
৯/৯
ফো লেদারের ডিপনেক টপ আর শর্টসে দারুণ আকর্ষণীয় লাগছেন এই অভিনেত্রী
ফো লেদারের ডিপনেক টপ আর শর্টসে দারুণ আকর্ষণীয় লাগছেন এই অভিনেত্রী

ছবি: নিধি আগরওয়ালের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩: ০৪
বিজ্ঞাপন