ভারতের মাড়োয়ারি পরিবারের মেয়ে হলেও হিন্দি থেকে শুরু করে তামিল আর তেলেগু ভাষায় বেশ দক্ষ নিধি আগরোয়াল। অভিনয় জগতে আসার আগে মডেলিং করেছেন এক সময়। এরপর বলিউডে ডেব্যু করেন ২০১৭ সালে। 'মুন্না মাইকেল' সিনেমায় বেশ নজর কাড়েন তিনি। এরপর অবশ্য দক্ষিণের চলচ্চিত্র জগতের দিকেই ঝুঁকতে দেখা যায় এই আবেদনময়ী অভিনেত্রীকে। এখন তামিল ও তেলেগু সিনেমা করছেন তিনি কয়েকটি। আর সব জায়গায়ই নিজের আকর্ষণীয় সব লুকে দিয়ে সকলের নজর কাড়তে দেখা যায় ত্রিশে পা দেওয়া নিধিকে। এদিকে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করে বেশ আলোচনায় আসেন তিনি। চলুন তবে ইন্সটাগ্রাম থেকে নিধির কিছু আবেদনময়ী লুক দেখে আসি।
ছবি: নিধি আগরওয়ালের ইন্সটাগ্রাম