তারুণ্যদীপ্ত সৌন্দর্যে মুগ্ধ করেই চলেছেন কুসুম, দেখুন তাঁর নতুন ৪ লুক
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী কুসুম শিকদারের পর্দা উপস্থিতি কমে গেলেও সামাজিক মাধ্যমে তাঁর তারুণ্যদীপ্ত সব লুক সবসময় আলোচনায় থাকে। সম্প্রতি পশ্চিমা আমেজের এমন ৪টি লুক শেয়ার করেছেন তিনি। পোশাকের চমৎকার ফিটিং, বর্ণিল কালার প্যালেট আর কুসুমের ন্যাচারাল চার্ম মিলে বেশ নজর কাড়ছেন এই লুকগুলোতে সুন্দরী অভিনেত্রী।

১/৮
অলিভ রঙের ফিটেড প্যান্ট আর কালো ফুলেল স্যাটিন ফুলস্লিভ শার্টের সঙ্গে কুসুম পরেছেন কালো হিলস
অলিভ রঙের ফিটেড প্যান্ট আর কালো ফুলেল স্যাটিন ফুলস্লিভ শার্টের সঙ্গে কুসুম পরেছেন কালো হিলস
বিজ্ঞাপন
২/৮
খোলা চুল, লাল লিপকালার আর হুপ দুলে  দারুণ লাগছে তাঁকে
খোলা চুল, লাল লিপকালার আর হুপ দুলে দারুণ লাগছে তাঁকে
বিজ্ঞাপন
৩/৮
অভিনেত্রী এখানে পরেছেন কিছুটা ক্রপড লেংথের অফ হোয়াইট ফিটেড প্যান্ট আর ম্যাচিং শার্ট। সঙ্গে আছে স্লিভলেস ডিপনেক টপ
অভিনেত্রী এখানে পরেছেন কিছুটা ক্রপড লেংথের অফ হোয়াইট ফিটেড প্যান্ট আর ম্যাচিং শার্ট। সঙ্গে আছে স্লিভলেস ডিপনেক টপ
৪/৮
খোলাচুল আর  হালকা গয়নায় চার্ম ছড়াচ্ছেন তিনি
খোলাচুল আর হালকা গয়নায় চার্ম ছড়াচ্ছেন তিনি
৫/৮
রংচঙে ভিসকোস কাপড়ের ফ্লেয়ার ড্রেসে কুসুম
রংচঙে ভিসকোস কাপড়ের ফ্লেয়ার ড্রেসে কুসুম
৬/৮
সুন্দরী এই অভিনেত্রী এর সঙ্গে হুম দুল পরেছেন, বব লেংথের খোলা চুলের সঙ্গে বেছে নিয়েছেন হালকা ব্রিক রেড লিপকালার আর ছোট পেন্ড্যান্ট
সুন্দরী এই অভিনেত্রী এর সঙ্গে হুম দুল পরেছেন, বব লেংথের খোলা চুলের সঙ্গে বেছে নিয়েছেন হালকা ব্রিক রেড লিপকালার আর ছোট পেন্ড্যান্ট
৭/৮
কালো জর্জেটের কিছুটা বিমূর্ত প্রিন্ট লাল, কমলা, সাদায়। বদিকন আমেজের ড্রেসে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী। সঙ্গে রূপালি হিলস
কালো জর্জেটের কিছুটা বিমূর্ত প্রিন্ট লাল, কমলা, সাদায়। বদিকন আমেজের ড্রেসে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী। সঙ্গে রূপালি হিলস
৮/৮
এখানেও হুপ দুলের সঙ্গে চুল ছেড়ে রেখেছেন কুসুম। হালকা গয়না আর মেকআপে মোহনীয় লাগছে তাঁকে।
এখানেও হুপ দুলের সঙ্গে চুল ছেড়ে রেখেছেন কুসুম। হালকা গয়না আর মেকআপে মোহনীয় লাগছে তাঁকে।

ছবি: কুসুমের ফেসবুক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৩: ৪৪
বিজ্ঞাপন