অভিনেত্রী কুসুম শিকদারের পর্দা উপস্থিতি কমে গেলেও সামাজিক মাধ্যমে তাঁর তারুণ্যদীপ্ত সব লুক সবসময় আলোচনায় থাকে। সম্প্রতি পশ্চিমা আমেজের এমন ৪টি লুক শেয়ার করেছেন তিনি। পোশাকের চমৎকার ফিটিং, বর্ণিল কালার প্যালেট আর কুসুমের ন্যাচারাল চার্ম মিলে বেশ নজর কাড়ছেন এই লুকগুলোতে সুন্দরী অভিনেত্রী।
ছবি: কুসুমের ফেসবুক