তাসনিয়া ফারিণের ন্যুড গাউনের বোল্ড লুকে বোল্ড স্টেটমেন্ট: 'যা হবার তাই হবে'
শেয়ার করুন
ফলো করুন

'কে সেরা সেরা'। বিখ্যাত এই গানের মূলকথা হচ্ছে, যা হবার তাই হবে। জীবনের ভালোমন্দকে সঙ্গে করে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই ভালো থাকা যায়, সফল হওয়া যায়। ঠিক এমনই এক বোল্ড আর আত্মবিশ্বাসী স্টেটমেন্ট দেখা গেল অভিনেত্রী তাসনিয়া ফারিণের ইন্সটাগ্রামে নতুন ছবির ক্যাপশনে। চলুন স্টাইলিশ ন্যুড গাউনের এই বোল্ড লুকের কিছু ঝলক দেখে আসি।

১/৫
আকর্ষণীয় ন্যুড ফেব্রিকের গাউনে সিকুইনের কাজ করা। তাসনিয়া ফারিণের এই লুকটি একই সঙ্গে বোল্ড ও গ্ল্যামারাস।
আকর্ষণীয় ন্যুড ফেব্রিকের গাউনে সিকুইনের কাজ করা। তাসনিয়া ফারিণের এই লুকটি একই সঙ্গে বোল্ড ও গ্ল্যামারাস।
ছবি: রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)
বিজ্ঞাপন
২/৫
হাই নেক ও বডিকন ডিজাইনের গাউনে ফুলস্লিভ ডিজাইন।
হাই নেক ও বডিকন ডিজাইনের গাউনে ফুলস্লিভ ডিজাইন।
ছবি: রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)
বিজ্ঞাপন
৩/৫
বডি ল্যাঙ্গুয়েছে ফ্ল্যাম ভাইব দেখা যাচ্ছে তাসনিয়া ফারিণের লুকটিতে। ক্যাপশনে তিনি লিখেছেন 'কে সেরা সেরা' অর্থাৎ যা হবার তাই হবে।
বডি ল্যাঙ্গুয়েছে ফ্ল্যাম ভাইব দেখা যাচ্ছে তাসনিয়া ফারিণের লুকটিতে। ক্যাপশনে তিনি লিখেছেন 'কে সেরা সেরা' অর্থাৎ যা হবার তাই হবে।
ছবি: রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)
৪/৫
টেনে ব্যাকব্রাশ করা আপডু হেয়্যার স্টাইলের সঙ্গে কানে সাদা পাথরের হুপস দেখা যাচ্ছে। আর কোনো গয়নার বালাই নেই এই ঝলমলে লুকে
টেনে ব্যাকব্রাশ করা আপডু হেয়্যার স্টাইলের সঙ্গে কানে সাদা পাথরের হুপস দেখা যাচ্ছে। আর কোনো গয়নার বালাই নেই এই ঝলমলে লুকে
ছবি: রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)
৫/৫
ড্রামাটিক স্মোকি আইজ আর গ্ল্যাম মেকওভারের সঙ্গে বাড়তি আকর্ষণ দিচ্ছে হাতের পিচরঙা গোলাপ
ড্রামাটিক স্মোকি আইজ আর গ্ল্যাম মেকওভারের সঙ্গে বাড়তি আকর্ষণ দিচ্ছে হাতের পিচরঙা গোলাপ
ছবি: রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)

ছবি: রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)

আউটফিট: সেলিব্রিটিজ চয়েস

মেকওভার: অরা বিউটি লাউঞ্জ

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ৩৫
বিজ্ঞাপন