'কে সেরা সেরা'। বিখ্যাত এই গানের মূলকথা হচ্ছে, যা হবার তাই হবে। জীবনের ভালোমন্দকে সঙ্গে করে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই ভালো থাকা যায়, সফল হওয়া যায়। ঠিক এমনই এক বোল্ড আর আত্মবিশ্বাসী স্টেটমেন্ট দেখা গেল অভিনেত্রী তাসনিয়া ফারিণের ইন্সটাগ্রামে নতুন ছবির ক্যাপশনে। চলুন স্টাইলিশ ন্যুড গাউনের এই বোল্ড লুকের কিছু ঝলক দেখে আসি।
ছবি: রফিকুল ইসলাম (র্যাফ ক্লিক)
আউটফিট: সেলিব্রিটিজ চয়েস
মেকওভার: অরা বিউটি লাউঞ্জ