সাবেকি আমেজের লুকে অন্যরকম আবেদনময়ী পূজা চেরী
শেয়ার করুন
ফলো করুন

পূজা চেরী রায়ের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। দেশের জনপ্রিয় চিত্রনায়িকাদের মধ্যে পূজা চেরী নিজের এক শক্ত অবস্থান গড়ে তুলেছেন। অভিনয়শৈলীর পাশাপাশি এই সুন্দরী অভিনেত্রীর রূপেও মজে থাকেন ভক্তরা।

হলিউড ডিভার সাজে অন্যরকম আবেদনময়ী লাগছে পূজাকে
হলিউড ডিভার সাজে অন্যরকম আবেদনময়ী লাগছে পূজাকে

চমৎকার ফিগার ও নজরকাড়া মুখশ্রীর বদৌলতে সবধরনের পোশাক ও সাজেই মানিয়ে যায় এই ঢালিউড ডিভাকে। তবে সম্প্রতি তাঁকে এক অন্যরকম লুকে দেখে বেশ অবাকই হয়েছেন সকলে। অনেকটা সাবেকি আমেজের হলিউড ডিভার সাজে অন্যরকম আবেদনময়ী লাগছে পূজাকে।

বিজ্ঞাপন

এখানে পূজা পরেছেন হলটারনেক সিকুইনের কালো ড্রেস। রেট্রো স্টাইলের ড্রেসের পুরোটাতেই রূপালি সিকুইন বসানো কালো স্যাটিন ফেব্রিকে। দেশের বিলাসবহুল পোশাকের লেবেল সানায়া কতুরের এই নজরকাড়া ড্রেসের সঙ্গে সবুজ পাথরের ড্রপ ইয়ার রিং পরলেও গলা ও হাত খালি রেখেছেন পূজা। গয়না নিয়েছেন তিনি জেভার বাই আরোহি থেকে।

পূজা পরেছেন হলটারনেক সিকুইনের কালো ড্রেস
পূজা পরেছেন হলটারনেক সিকুইনের কালো ড্রেস
বডিকন প্যাটার্নের ড্রেসটি চমৎকার ফিগারের পূজাকে মানিয়েছে খুব
বডিকন প্যাটার্নের ড্রেসটি চমৎকার ফিগারের পূজাকে মানিয়েছে খুব

বডিকন প্যাটার্নের ড্রেসটি চমৎকার ফিগারের পূজাকে মানিয়েছে খুব। ব্যাকলেস ডিজাইনে ফুটে উঠেছে এই অভিনেত্রীর মেদহীন টোন করা পিঠের সৌন্দর্য।

বিজ্ঞাপন

সাজে বেশ সাবেকিয়ানা রেখেছেন পূজা এই ড্রেসের সঙ্গে। টেনে দেওয়া আইলাইনার, ফলস ল্যাশে সেই ষাটের দশকের হলিউড ডিভাদের কথা মনে করিয়ে দিচ্ছেন এই ঢালিউড সুন্দরী।

 ষাটের দশকের হলিউড ডিভাদের কথা মনে করিয়ে দিচ্ছেন এই ঢালিউড সুন্দরী
ষাটের দশকের হলিউড ডিভাদের কথা মনে করিয়ে দিচ্ছেন এই ঢালিউড সুন্দরী
চোখ ধাঁধানো সাজে অন্যরকম আবেদনময়ী লাগছে পূজাকে
চোখ ধাঁধানো সাজে অন্যরকম আবেদনময়ী লাগছে পূজাকে

নাটকীয় আই মেক আপের সঙ্গে নিখুঁত ফিনিশের ভ্রু নজর কাড়ছে। সেমি ম্যাট মেক ওভারে হালকা শিমারের টাচ আছে। সোনায় সোহাগা হয়েছে টকটকে লালচে মেরুন লিপকালারের ব্যবহারে। গ্লসি ভাব নেই এতে একেবারেই। হাতের পরিপাটি ম্যানিকিউরও চোখে পড়ছে। সোনালি শেডের বাদামি হাইলাইট দেওয়া, সাইড পার্ট করা খোলা চুলে সফট কার্লস করা। পুরো চোখ ধাঁধানো সাজটি ঢাকার সুপরিচিত বিউটি স্যালন সিগনেচার লুক বাই সামিয়ার করা। স্টাইলিং করেছেন মাহফুজ কাদেরী আর ছবিগুলো আলোকচিত্রী রাকিব রাকেশের তোলা।

ছবি: পূজা চেরীর ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪: ০২
বিজ্ঞাপন