ভারতের টেলিভিশন ও চলচ্চিত্রের বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের বয়স যেন দিন দিন কমে যাচ্ছে। ধারালো ফিগার আর টান টান চেহারায় তাঁকে উনচল্লিশের বদলে বরং আঠারোই বলা চলে। তবে অভিনয়ে তাঁর যতটা নামডাক, তার চেয়ে বেশি ফ্যাশনে। নিত্যনতুন ডিজাইনের পোশাকে মৌনীর ছবি সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায়। এথনিক, ওয়েস্টার্ন—দুই ধরনের পোশাকেই তিনি সমান আকর্ষণ কাড়েন। স্টাইল আর ফ্যাশন সেন্সের দিক থেকে বেশ ট্রেন্ডি এই অভিনেত্রী। তারুণ্যদীপ্ত আর অত্যন্ত আকর্ষণীয় সব লুকে তিনি প্রায়ই ধরা দেন ফ্রেমে। মৌনীর সাম্প্রতিক কালের কিছু আবেদন জাগানো লুক দেখে আসি চলুন আজ