ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছেন ৪০ ছুঁই ছুঁই এই বং সুন্দরী
শেয়ার করুন
ফলো করুন

ভারতের টেলিভিশন ও চলচ্চিত্রের বাঙালি অভিনেত্রী মৌনী রায়ের বয়স যেন দিন দিন কমে যাচ্ছে। ধারালো ফিগার আর টান টান চেহারায় তাঁকে উনচল্লিশের বদলে বরং আঠারোই বলা চলে। তবে অভিনয়ে তাঁর যতটা নামডাক, তার চেয়ে বেশি ফ্যাশনে। নিত্যনতুন ডিজাইনের পোশাকে মৌনীর ছবি সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই দেখা যায়। এথনিক, ওয়েস্টার্ন—দুই ধরনের পোশাকেই তিনি সমান আকর্ষণ কাড়েন। স্টাইল আর ফ্যাশন সেন্সের দিক থেকে বেশ ট্রেন্ডি এই অভিনেত্রী। তারুণ্যদীপ্ত আর অত্যন্ত আকর্ষণীয় সব লুকে তিনি প্রায়ই ধরা দেন ফ্রেমে। মৌনীর সাম্প্রতিক কালের কিছু আবেদন জাগানো লুক দেখে আসি চলুন আজ

১/১০
সবুজ শাড়ি আর স্লিভলেস ব্লাউজের সঙ্গে গয়নাবিহীন লুকেই নজর কাড়ছেন অভিনেত্রী। সঙ্গে ছেড়ে রেখেছেন কোমর ছুঁই ছুঁই চুল
সবুজ শাড়ি আর স্লিভলেস ব্লাউজের সঙ্গে গয়নাবিহীন লুকেই নজর কাড়ছেন অভিনেত্রী। সঙ্গে ছেড়ে রেখেছেন কোমর ছুঁই ছুঁই চুল
বিজ্ঞাপন
২/১০
স্ট্র্যাপলেস মিনি ড্রেসের সঙ্গে ডায়মন্ড চোকার পরেছেন মৌনী। বাদামি শেডের চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা
স্ট্র্যাপলেস মিনি ড্রেসের সঙ্গে ডায়মন্ড চোকার পরেছেন মৌনী। বাদামি শেডের চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা
বিজ্ঞাপন
৩/১০
হল্টারনেক আর ব্যাকলেস ড্রেসে শুভ্র আবেদন ছড়াচ্ছেন বং সুন্দরী
হল্টারনেক আর ব্যাকলেস ড্রেসে শুভ্র আবেদন ছড়াচ্ছেন বং সুন্দরী
৪/১০
বার্বি-অনুপ্রাণিত লুকে মৌনী বেছে নিয়েছেন পিঙ্ক ট্যাংক টপ ড্রেস
বার্বি-অনুপ্রাণিত লুকে মৌনী বেছে নিয়েছেন পিঙ্ক ট্যাংক টপ ড্রেস
৫/১০
সবুজ কো-অর্ড পরেছেন তিনি এই লুকে। পাফড স্লিভ দেওয়া নট টপের সঙ্গে জুটি হয়েছে ম্যাচিং স্কার্ট
সবুজ কো-অর্ড পরেছেন তিনি এই লুকে। পাফড স্লিভ দেওয়া নট টপের সঙ্গে জুটি হয়েছে ম্যাচিং স্কার্ট
৬/১০
বেইজ ও ব্রাউন টাই-ডাই প্রিন্টের স্লিপ ড্রেসে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী
বেইজ ও ব্রাউন টাই-ডাই প্রিন্টের স্লিপ ড্রেসে আবেদন ছড়াচ্ছেন অভিনেত্রী
৭/১০
অল ব্ল্যাক লুকে তিনি পরেছেন ফুলস্লিভ হাই নেক টপ আর মিনি স্কার্ট।
অল ব্ল্যাক লুকে তিনি পরেছেন ফুলস্লিভ হাই নেক টপ আর মিনি স্কার্ট।
৮/১০
সবুজ রঙের প্লিটেড লেদার ড্রেস পরে পোজ দিয়েছেন তিনি। স্টাইলে আলাদা মাত্রা যোগ করেছে কালো মোজা আর সাদা জুতা
সবুজ রঙের প্লিটেড লেদার ড্রেস পরে পোজ দিয়েছেন তিনি। স্টাইলে আলাদা মাত্রা যোগ করেছে কালো মোজা আর সাদা জুতা
৯/১০
মৌনীর অফ দ্য শোল্ডার ড্রেসের কাটআউট নকশাটা বেশ আবেদন কাড়ছে এই লুকে
মৌনীর অফ দ্য শোল্ডার ড্রেসের কাটআউট নকশাটা বেশ আবেদন কাড়ছে এই লুকে
১০/১০
গর্জিয়াস মিনি টিউব ড্রেসটিতে নিঃসন্দেহে মৌনী রায় হয়ে উঠেছেন গ্ল্যাম গার্ল। সিকুইন ও রেজিন ক্রিস্টাল দিয়ে সাজানো ড্রেসটি টাইগার স্ট্রাইপস প্যাটার্নের
গর্জিয়াস মিনি টিউব ড্রেসটিতে নিঃসন্দেহে মৌনী রায় হয়ে উঠেছেন গ্ল্যাম গার্ল। সিকুইন ও রেজিন ক্রিস্টাল দিয়ে সাজানো ড্রেসটি টাইগার স্ট্রাইপস প্যাটার্নের
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০২: ৩৭
বিজ্ঞাপন