উষ্ণতা ছড়াতে জুড়িহীন তামান্না ভাটিয়ার সেরা কিছু দেশি লুক
শেয়ার করুন
ফলো করুন

বলিউডে প্রথম দিকে খুব বেশি জনপ্রিয়তা পান নি তামান্না ভাটিয়া। পরবর্তীতে দক্ষিণি সিনেমায় নিজেকে নিয়ে গেছেন এই সুন্দরী অভিনেত্রী অন্য উচ্চতায়। অত্যন্ত আকর্ষণীয় ফিগারের অধিকারী তামান্না। জিরো ফিগারের দিন যে শেষ, তা তামান্নার আবেদনময়ী বিভিন্ন লুকে ভক্তদের মজে থাকা দেখলেই বোঝা যায়। দক্ষিণের ভরভরন্ত আমেজের শারীরিক সৌন্দর্যের পাশাপাশি অপরূপ সুন্দর মুখশ্রী আর আকর্ষণীয় বডি ল্যাঙ্গুয়েজের বদৌলতে তামান্না দেশি লুকে উষ্ণতা ছড়াতে জুড়িহীন। সম্প্রতি স্ত্রী টু সিনেমায় তাঁর পর্দা উপস্থিতি রীতিমতো বিমোহিত করে রেখেছে সকলকে। বিভিন্ন অনুষ্ঠান, সিনেমা আর ফটোশুটে তামান্নার সেরা কিছু দেশি লুক দেখে নিন এবারে।

১/৯
টিল রঙের হালকা শেডের ডিপনেক টপ রয়েছে তামান্নার এই লেহেঙ্গায়
টিল রঙের হালকা শেডের ডিপনেক টপ রয়েছে তামান্নার এই লেহেঙ্গায়
বিজ্ঞাপন
২/৯
অফ দ্য শোল্ডার লাল করসেট দিয়ে ফিউশন স্টাইল ড্রেপ দেওয়া লেহেঙ্গা পরেছেন তিনি
অফ দ্য শোল্ডার লাল করসেট দিয়ে ফিউশন স্টাইল ড্রেপ দেওয়া লেহেঙ্গা পরেছেন তিনি
বিজ্ঞাপন
৩/৯
বেগুনি লেহেঙ্গায় মোহনীয় তামান্না
বেগুনি লেহেঙ্গায় মোহনীয় তামান্না
৪/৯
হালকা লেবু সবুজ লেহেঙ্গার সঙ্গে ঐতিহ্যবাহী জমকালো গয়না পরেছেন তামান্না
হালকা লেবু সবুজ লেহেঙ্গার সঙ্গে ঐতিহ্যবাহী জমকালো গয়না পরেছেন তামান্না

সাম্প্রতিক সময়ে ঝড় তুলেছেন তামান্না এই সবুজ এথনিকওয়্যারে স্ত্রী টু সিনেমায়

৫/৯
শাড়িতেও অনন্যা এই অভিনেত্রী
শাড়িতেও অনন্যা এই অভিনেত্রী
৬/৯
নিরীক্ষাধর্মী সবুজ চোলির সঙ্গে মনোক্রোম শাড়ির লুকে তামান্না
নিরীক্ষাধর্মী সবুজ চোলির সঙ্গে মনোক্রোম শাড়ির লুকে তামান্না
৭/৯
পাফড স্লিভসের ডিপনেক ব্লাউজের সঙ্গে শাড়ি পরেছেন তিনি
পাফড স্লিভসের ডিপনেক ব্লাউজের সঙ্গে শাড়ি পরেছেন তিনি
৮/৯
লেহেঙ্গার লুকে জুড়ি নেই তামান্নার। ফুলস্লিভসেও সমান আকর্ষণীয় তিনি
লেহেঙ্গার লুকে জুড়ি নেই তামান্নার। ফুলস্লিভসেও সমান আকর্ষণীয় তিনি
৯/৯
কালো ম্যাচিং ব্লাউজের সঙ্গে কালো শাড়িতে তামান্না
কালো ম্যাচিং ব্লাউজের সঙ্গে কালো শাড়িতে তামান্না
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০২: ৫৪
বিজ্ঞাপন