প্যারিস ফ্যাশন উইকে প্রশংসিত আলিয়ার পোশাক
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি শুরু হয়েছে ফ্যাশনের জনপ্রিয় আসর ‘প্যারিস ফ্যাশন উইক’। এখানে ফরাসি বিউটি ব্র্যান্ড ল’রিয়ালের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে র‍্যাম্পে হাঁটেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিষেকেই তিনি বাজিমাত করেছেন গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে।

অভিষেকেই তিনি বাজিমাত করেছেন
অভিষেকেই তিনি বাজিমাত করেছেন
মেটালিক সিলভার বাস্টিয়ার বা কোরসেটের সঙ্গে ওয়াইড লেগ কালো প্যান্ট পরেছেন আলিয়া
মেটালিক সিলভার বাস্টিয়ার বা কোরসেটের সঙ্গে ওয়াইড লেগ কালো প্যান্ট পরেছেন আলিয়া

ইভেন্টে সবার নজর কাড়ার অন্যতম কারণ ছিল তাঁর আকর্ষণীয় পোশাক। মেটালিক সিলভার বাস্টিয়ার বা কোরসেটের সঙ্গে ওয়াইড লেগ কালো প্যান্টের চোখধাঁধানো লুকে এদিন আলিয়াকে লাগছিল সবার চেয়ে অন্য রকম। যাকে বলে ‘ড্রপ ডেড গর্জিয়াস’।

বিজ্ঞাপন

ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের আউটফিটে তিনি রীতিমতো লাইমলাইট চুরি করে নিয়েছিলেন। স্ট্র্যাপলেস মেটালিক সিলভার কোরসেটটি অভিনেত্রী ক্যারি করেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। র‍্যাম্পের ছবিগুলো দেখে তা–ই মনে হচ্ছে।

মেটালিক সিলভার কোরসেটটি অভিনেত্রী ক্যারি করেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে
মেটালিক সিলভার কোরসেটটি অভিনেত্রী ক্যারি করেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে
আউটফিটের সঙ্গে তাঁর মেকআপের প্রশংসাও করেছেন ফ্যাশনিস্তারা
আউটফিটের সঙ্গে তাঁর মেকআপের প্রশংসাও করেছেন ফ্যাশনিস্তারা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ছবিগুলোয়ও ভক্তরা তাঁর অসাধারণ আউটফিটের প্রশংসা করছেন।

আলিয়া মানেই মেকআপ থাকবে হালকা কিংবা মিনিমাল
আলিয়া মানেই মেকআপ থাকবে হালকা কিংবা মিনিমাল

আউটফিটের সঙ্গে তাঁর মেকআপের প্রশংসাও করেছেন ফ্যাশনিস্তারা। ভক্তরা জানেন, আলিয়া মানেই মেকআপ থাকবে হালকা কিংবা মিনিমাল। এই লুকেও তা–ই করেছেন অভিনেত্রী। ঝলমলে পোশাকের সঙ্গে তিনি ঠোঁটে হালকা গোলাপি লিপকালার আর ব্লাশঅনে সেজেছিলেন। তবে চোখের সাজে প্রাধান্য পেয়েছে মাশকারা আর শিমারি আইশ্যাডো।

ওয়েট হেয়ার লুকে তাঁর আকর্ষণ বেড়ে গিয়েছিল দ্বিগুণ
ওয়েট হেয়ার লুকে তাঁর আকর্ষণ বেড়ে গিয়েছিল দ্বিগুণ

কানে পরা সিলভার স্টেটমেন্ট দুল আর ওয়েট হেয়ার লুকে তাঁর আকর্ষণ বেড়ে গিয়েছিল দ্বিগুণ। সব মিলিয়ে অভিষেকেই আলিয়া সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

ছবি: আলিয়ার ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১: ০৮
বিজ্ঞাপন