
অভিনেত্রী তাসনিয়া ফারিণের পাশের বাড়ির মেয়ে ইমেজ এ বছর অনেকটাই বদলে গিয়েছে। ফারিণের জন্য বেশ হ্যাপেনিং বলা যায় ২০২৫ সালটি। বিশেষ করে ফারিণের খোলস ভাঙা সব লুকে বোল্ড আমেজ দেখা যাচ্ছে এ বছর অনেক বেশি। আইটেম গান থেকে শুরু করে ফটোশ্যুট আর বিভিন্ন ইভেন্টে বছর জুড়ে এই অভিনেত্রীর যত খোলসভাঙা লুক দেখে নিই চলুন এবারে।












ছবি: তাসনিয়া ফারিণের ফেসবুক ও ইন্সটাগ্রাম