এ বছরের প্রথম উল্লেখযোগ্য অ্যাওয়ার্ডস 'আইফা' জিতে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান আর 'ওজি' রানি রানি মুখার্জী। আসরের মধ্যমণি ছিলেন ৫৮-তেও পরিপূর্ণ 'জাওয়ান' শাহরুখ। সেই সঙ্গে আরেক চিরযৌবনা ডিভা রেখার নাচে মন্ত্রমুগ্ধ হয়েছেন সবাই। এমন সব স্মরণীয় মুহূর্তে মুখর হয়ে উঠেছিল কাল ২৮ সেপ্টেম্বর রাতে আবুধাবিতে আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চ। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফার এবারের আসর গুলজার হয়েছে একের পর এক হাই ভোল্টেজ পারফরম্যান্স আর চোখ ঝলসানো লুকে বলিউড তারকাদের উপস্থিতিতে। চলুন এক নজরে দেখে নিই এই ঝলমলে রাতের কিছু ঝলক।
ছবি: আইফা-র অফিশিয়াল ইন্সটাগ্রাম