'বাদশাহ' আর রানির জয়, আইফা অ্যাওয়ার্ডসে চোখ ঝলসানো তারাদের মেলা
শেয়ার করুন
ফলো করুন

এ বছরের প্রথম উল্লেখযোগ্য অ্যাওয়ার্ডস 'আইফা' জিতে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান আর 'ওজি' রানি রানি মুখার্জী। আসরের মধ্যমণি ছিলেন ৫৮-তেও পরিপূর্ণ 'জাওয়ান' শাহরুখ। সেই সঙ্গে আরেক চিরযৌবনা ডিভা রেখার নাচে মন্ত্রমুগ্ধ হয়েছেন সবাই। এমন সব স্মরণীয় মুহূর্তে মুখর হয়ে উঠেছিল কাল ২৮ সেপ্টেম্বর রাতে আবুধাবিতে আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চ। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফার এবারের আসর গুলজার হয়েছে একের পর এক হাই ভোল্টেজ পারফরম্যান্স আর চোখ ঝলসানো লুকে বলিউড তারকাদের উপস্থিতিতে। চলুন এক নজরে দেখে নিই এই ঝলমলে রাতের কিছু ঝলক।

১/১৬
আসরের মধ্যমণি হয়ে সারাক্ষণ সবাইকে সম্মোহিত করে রেখেছিলেন ড্যাপার কালো স্যুটের লুকে বলিউড বাদশাহ শাহরুখ খান
আসরের মধ্যমণি হয়ে সারাক্ষণ সবাইকে সম্মোহিত করে রেখেছিলেন ড্যাপার কালো স্যুটের লুকে বলিউড বাদশাহ শাহরুখ খান
বিজ্ঞাপন
২/১৬
এমন কেমিস্ট্রি আসলেই দুর্লভ। রানি আর বাদশাহকে এভাবে দেখে ভক্তরা হয়েছেন উদ্বেল
এমন কেমিস্ট্রি আসলেই দুর্লভ। রানি আর বাদশাহকে এভাবে দেখে ভক্তরা হয়েছেন উদ্বেল
বিজ্ঞাপন
৩/১৬
পরম সুন্দরী কৃতি শ্যাননের নাচ ছিল দেখার মতো। সেই সঙ্গে তাঁর হটপিংক কস্টিউমও
পরম সুন্দরী কৃতি শ্যাননের নাচ ছিল দেখার মতো। সেই সঙ্গে তাঁর হটপিংক কস্টিউমও
৪/১৬
'তওবা তওবা' বয় ভিকি কৌশলের জন্য চিয়ার করেছেন সবাই খুব। লাগছেও তাঁকে সেরকম। সাদাকালো সেমি ফর্মালস আর মানানসই শেডস বেছে নিয়েছেন তিনি
'তওবা তওবা' বয় ভিকি কৌশলের জন্য চিয়ার করেছেন সবাই খুব। লাগছেও তাঁকে সেরকম। সাদাকালো সেমি ফর্মালস আর মানানসই শেডস বেছে নিয়েছেন তিনি
৫/১৬
নাচের মেয়ে নোরা ফাতেহি মানেই অন্য রকম আকর্ষণ। পরেছেন তিনি বেলি ড্যান্স থিমের লাল আউটফিট
নাচের মেয়ে নোরা ফাতেহি মানেই অন্য রকম আকর্ষণ। পরেছেন তিনি বেলি ড্যান্স থিমের লাল আউটফিট
৬/১৬
এই মহূর্তটি ফ্রেমে ধরে রাখার মতো। চিরযৌবনা উমরাওজান রেখার নাচ সবাইকে জাদু করেছে এরাতে। হট পিংক মুজরা কস্টিউম আর জমকালো গয়নাও দেখার মতো
এই মহূর্তটি ফ্রেমে ধরে রাখার মতো। চিরযৌবনা উমরাওজান রেখার নাচ সবাইকে জাদু করেছে এরাতে। হট পিংক মুজরা কস্টিউম আর জমকালো গয়নাও দেখার মতো
৭/১৬
শহীদ কাপুর আর প্রভুদেবার এমন ফিটনেসের রহস্য হয়তো তাঁদের নাচের মাঝেই আছে
শহীদ কাপুর আর প্রভুদেবার এমন ফিটনেসের রহস্য হয়তো তাঁদের নাচের মাঝেই আছে
৮/১৬
সুইট অনন্যা পান্ডে মন মাতিয়েছেন হলদে কস্টিউমে নেচে গেয়ে।
সুইট অনন্যা পান্ডে মন মাতিয়েছেন হলদে কস্টিউমে নেচে গেয়ে।
৯/১৬
প্যাস্টেল পিংক স্টেটমেন্ট ব্লাউজ আর শাড়িতে হেমা মালিনীর দিক থেকে কি চোখ ফেরানো যায়! লাইফটাইম অ্যাওয়ার্ডস
পেলেন তিনি
প্যাস্টেল পিংক স্টেটমেন্ট ব্লাউজ আর শাড়িতে হেমা মালিনীর দিক থেকে কি চোখ ফেরানো যায়! লাইফটাইম অ্যাওয়ার্ডস পেলেন তিনি
১০/১৬
এলিগ্যান্ট শাবানা আজমী সোনালি শাড়িতে
এলিগ্যান্ট শাবানা আজমী সোনালি শাড়িতে
১১/১৬
বলিউডের অরিজিনাল বা জেন-জি ভাষায় 'ওজি' রানি একজনই। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। রূপালি শাড়ি পোলকা ডটের ম্যাচিং ব্লাউজ, মুক্তার গয়না আর পাফড হেয়ারস্টাইলে রানি সত্যিই অনন্যা।
বলিউডের অরিজিনাল বা জেন-জি ভাষায় 'ওজি' রানি একজনই। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন তিনি। রূপালি শাড়ি পোলকা ডটের ম্যাচিং ব্লাউজ, মুক্তার গয়না আর পাফড হেয়ারস্টাইলে রানি সত্যিই অনন্যা।
১২/১৬
সেরা নবাগতা আলিজেহ অগ্নিহোত্রী পরেছেন অফ দ্য শোল্ডার কালো গাউন। তিনি যে সালমান খানের ভাগ্নী, তা এখন সবাই জানে
সেরা নবাগতা আলিজেহ অগ্নিহোত্রী পরেছেন অফ দ্য শোল্ডার কালো গাউন। তিনি যে সালমান খানের ভাগ্নী, তা এখন সবাই জানে
১৩/১৬
এই মানুষটি কোনোদিন বুড়ো হবেন না। সুপার স্টাইলিশ অনিল কাপুর এসেছেন অল ব্ল্যাক স্যুটের লুকে
এই মানুষটি কোনোদিন বুড়ো হবেন না। সুপার স্টাইলিশ অনিল কাপুর এসেছেন অল ব্ল্যাক স্যুটের লুকে
১৪/১৬
ভিকি কৌশল আর শাহরুখ খানের এমন সব কান্ড দেখে উঠেছিল হাসির রোল।
ভিকি কৌশল আর শাহরুখ খানের এমন সব কান্ড দেখে উঠেছিল হাসির রোল।
১৫/১৬
করণ জোহরের স্যুট নিয়ে কথা হলেও এবারের আসরে বলিউডে ২৫ বছর ধরে বিশেষ অবদান রাখার জন্য তাঁর পুরস্কার পাওয়া নিয়ে কোনো কথা হতে পারে না।
করণ জোহরের স্যুট নিয়ে কথা হলেও এবারের আসরে বলিউডে ২৫ বছর ধরে বিশেষ অবদান রাখার জন্য তাঁর পুরস্কার পাওয়া নিয়ে কোনো কথা হতে পারে না।
১৬/১৬
কিং খানই পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার 'জাওয়ান' সিনেমার জন্য।
কিং খানই পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার 'জাওয়ান' সিনেমার জন্য।

ছবি: আইফা-র অফিশিয়াল ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪: ০৯
বিজ্ঞাপন