রুনা, সাফা, তিশা, দিঘী: নগরীতে চোখধাঁধানো তারার মেলা
শেয়ার করুন
ফলো করুন

বিভিন্ন পুরস্কারের অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকে তারকাদের চোখধাঁধানো লুক। বাইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে গতকাল ১৮ মে নগরীতে বসেছিল তারার মেলা। চলুন দেখে নিই এই ঝলমলে তারকাখচিত সন্ধ্যার কিছু ঝলক।

১/৬
কালো শাড়ি আর ম্যাচিং শিয়ার ফেব্রিকে সিকুইন ও কালো চুমকির কাজ করা ব্লাউজের অল ব্ল্যাক লুকে অত্যন্ত এলিগ্যান্ট লাগছে অভিনেত্রী রুনা খানকে। কানে দেখা যাচ্ছে সাদা পাথর ও ঝোলানো পার্লের হুপস।
কালো শাড়ি আর ম্যাচিং শিয়ার ফেব্রিকে সিকুইন ও কালো চুমকির কাজ করা ব্লাউজের অল ব্ল্যাক লুকে অত্যন্ত এলিগ্যান্ট লাগছে অভিনেত্রী রুনা খানকে। কানে দেখা যাচ্ছে সাদা পাথর ও ঝোলানো পার্লের হুপস।
পোশাক: আনজারা মেকওভার: মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতী ছবি: ড্রিম এক্সপ্লোরার
বিজ্ঞাপন
২/৬
প্রার্থনা ফারদীন দিঘীকে ডিজনি প্রিন্সেস লাগছে এই নীল কয়েক লেয়ারের চোখজুড়ানো ফ্লেয়ার গাউনের লুকে। কানেও ঝোলানো নীল পাথরের দুল
প্রার্থনা ফারদীন দিঘীকে ডিজনি প্রিন্সেস লাগছে এই নীল কয়েক লেয়ারের চোখজুড়ানো ফ্লেয়ার গাউনের লুকে। কানেও ঝোলানো নীল পাথরের দুল
বিজ্ঞাপন
৩/৬
গ্ল্যাম মেকওভার, নজরকাড়া হেমলাইনের টপ আর থাই স্লিট স্যাটিনের স্কার্টের সঙ্গে তানজিন তিশার লুকের হাইলাইট তাঁর রেট্রো ঘরানার বাটারফ্লাই এমবেলিশমেন্টের জুতা। হাঁটুর ওপরে নজর কাড়ছে পাথরের সারি দেওয়া চেন।
গ্ল্যাম মেকওভার, নজরকাড়া হেমলাইনের টপ আর থাই স্লিট স্যাটিনের স্কার্টের সঙ্গে তানজিন তিশার লুকের হাইলাইট তাঁর রেট্রো ঘরানার বাটারফ্লাই এমবেলিশমেন্টের জুতা। হাঁটুর ওপরে নজর কাড়ছে পাথরের সারি দেওয়া চেন।
৪/৬
রূপালি কারুকাজ করা পিপহোল দেওয়া হাইনেক টপে লম্বা কেপ স্লিভস। ম্যাচিং কালো স্কার্টের বর্ডারেও একইরকম কারুকাজ দেখা যাচ্ছে সাফা কবিরের ঝলমলে লুকে।
রূপালি কারুকাজ করা পিপহোল দেওয়া হাইনেক টপে লম্বা কেপ স্লিভস। ম্যাচিং কালো স্কার্টের বর্ডারেও একইরকম কারুকাজ দেখা যাচ্ছে সাফা কবিরের ঝলমলে লুকে।
৫/৬
রয়েল ব্লু ফিটেড স্যুটে দেখা দিয়েছেন অপু বিশ্বাস। সঙ্গে মানানসই কালো পয়েন্টেড পাম্প হিলস
রয়েল ব্লু ফিটেড স্যুটে দেখা দিয়েছেন অপু বিশ্বাস। সঙ্গে মানানসই কালো পয়েন্টেড পাম্প হিলস
৬/৬
নিজের কাট আউটের সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে মেহজাবীন চৌধুরীকে। পরেছেন শিমারি সবুজ ফুলস্লিভ গাউন
নিজের কাট আউটের সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে মেহজাবীন চৌধুরীকে। পরেছেন শিমারি সবুজ ফুলস্লিভ গাউন

ছবি: বাইফা অ্যাওয়ার্ডসের ফেসবুক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৮: ৪৬
বিজ্ঞাপন