বিভিন্ন পুরস্কারের অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকে তারকাদের চোখধাঁধানো লুক। বাইফা অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে গতকাল ১৮ মে নগরীতে বসেছিল তারার মেলা। চলুন দেখে নিই এই ঝলমলে তারকাখচিত সন্ধ্যার কিছু ঝলক।
১/৬
কালো শাড়ি আর ম্যাচিং শিয়ার ফেব্রিকে সিকুইন ও কালো চুমকির কাজ করা ব্লাউজের অল ব্ল্যাক লুকে অত্যন্ত এলিগ্যান্ট লাগছে অভিনেত্রী রুনা খানকে। কানে দেখা যাচ্ছে সাদা পাথর ও ঝোলানো পার্লের হুপস।পোশাক: আনজারা
মেকওভার: মেকওভার ফিনেস বাই ফারহানা চৈতী
ছবি: ড্রিম এক্সপ্লোরার