কালো মিনি ড্রেসের আবেদনময় লুকে ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের তারকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সব সময় ফ্যাশন–সচেতন। বিশ্বের নামীদামি ব্র্যান্ড ও ডিজাইনারদের পোশাক পরতে পছন্দ করেন এই অভিনেত্রী। কখনো শাড়ি আবার কখনো ওয়েস্টার্নে তিনি ফ্যাশনিস্তা ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি প্রকাশ পাওয়া অভিনেত্রীর কালো মিনি ড্রেসের লুকটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

১/৫
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বরাবরই ছকভাঙা। বৃত্তের বাইরে গিয়ে নিজেকে নানাভাবে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। এই লুকে পরেছেন কালো মিনি ড্রেস
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বরাবরই ছকভাঙা। বৃত্তের বাইরে গিয়ে নিজেকে নানাভাবে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। এই লুকে পরেছেন কালো মিনি ড্রেস
বিজ্ঞাপন
২/৫
ওয়ান শোল্ডার নেকলাইনটি এই মিনি ড্রেসের অন্যতম আকর্ষণ। অভিনেত্রী এর সঙ্গে কালো স্লিপারে স্টাইল করেছেন
ওয়ান শোল্ডার নেকলাইনটি এই মিনি ড্রেসের অন্যতম আকর্ষণ। অভিনেত্রী এর সঙ্গে কালো স্লিপারে স্টাইল করেছেন
বিজ্ঞাপন
৩/৫
প্রাকৃতিকভাবেই চমৎকার  ত্বকের অধিকারিণী ভাবনা প্রায়ই নো–মেকআপ লুকে থাকেন। তবে এখানে সেজেছেন গোলাপি আভায়। হালকা গোলাপি ব্লাশ অন গালে আর লিপকালার দিয়েছেন ঠোঁটে
প্রাকৃতিকভাবেই চমৎকার ত্বকের অধিকারিণী ভাবনা প্রায়ই নো–মেকআপ লুকে থাকেন। তবে এখানে সেজেছেন গোলাপি আভায়। হালকা গোলাপি ব্লাশ অন গালে আর লিপকালার দিয়েছেন ঠোঁটে
৪/৫
ব্র্যান্ডের অনুষঙ্গ পরতে পছন্দ করেন ভাবনা। এই ড্রেসের সঙ্গে বেছে নিয়েছেন মার্কিন ব্র্যান্ড মাইকেল কর্সের দুল। সুগন্ধীও আছে তাঁর সংগ্রহে
ব্র্যান্ডের অনুষঙ্গ পরতে পছন্দ করেন ভাবনা। এই ড্রেসের সঙ্গে বেছে নিয়েছেন মার্কিন ব্র্যান্ড মাইকেল কর্সের দুল। সুগন্ধীও আছে তাঁর সংগ্রহে
৫/৫
ছেড়ে রাখা তাঁর চুল। সব মিলিয়ে এই ওয়েস্টার্ন লুকটি বেশ প্রশংসা কুড়িয়েছে।
ছেড়ে রাখা তাঁর চুল। সব মিলিয়ে এই ওয়েস্টার্ন লুকটি বেশ প্রশংসা কুড়িয়েছে।
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৩: ৩০
বিজ্ঞাপন