ময়ূর থিমের স্ট্রাকচার্ড গাউনের লুকে আবেদন ছড়ালেন এই সুন্দরী অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

নতুন অভিনেত্রীদের মাঝে ফ্যাশনে বেশ এগিয়ে মন্দিরা চক্রবর্তী। প্রায়ই মুগ্ধ করেন নানা ধরনের সাজপোশাকে। সম্প্রতি তিনি একটি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে দেখা দিলেন নজরকাড়া স্ট্রাকচার্ড গাউনে।

১/৭
ময়ূর থিমের স্ট্রাকচার্ড গাউন পরেছেন মন্দিরা
ময়ূর থিমের স্ট্রাকচার্ড গাউন পরেছেন মন্দিরা
বিজ্ঞাপন
২/৭
ব্যাকলেস ডিজাইনে বেড়েছে আবেদন।
ব্যাকলেস ডিজাইনে বেড়েছে আবেদন।
বিজ্ঞাপন
৩/৭
বাস্টিয়ার বডিসে স্পয়াইরাল স্ট্রাকচারাল এম্বেলিশমেন্ট একেবারে আলাদা লুক দিয়েছে এই সুন্দরী অভিনেত্রীকে
বাস্টিয়ার বডিসে স্পয়াইরাল স্ট্রাকচারাল এম্বেলিশমেন্ট একেবারে আলাদা লুক দিয়েছে এই সুন্দরী অভিনেত্রীকে
৪/৭
সামনে ব্যাংস এক্সটেনশন  রেখে করা আপডু হেয়ারস্টাইল দারুণ মানিয়েছে এই আলট্রা গ্ল্যাম লুকে
সামনে ব্যাংস এক্সটেনশন রেখে করা আপডু হেয়ারস্টাইল দারুণ মানিয়েছে এই আলট্রা গ্ল্যাম লুকে
৫/৭
ময়ূরের পালকের আদলে করা ফেব্রিক এমবেলিশমেন্টে গাউনটি নজর কেড়েছে সকলের
ময়ূরের পালকের আদলে করা ফেব্রিক এমবেলিশমেন্টে গাউনটি নজর কেড়েছে সকলের
৬/৭
গ্লসি ন্যুদ ব্রাউন লিপস, কিছুটা নাটকীয় নীল আইলাইনারের চোখের সাজ আর নীল নেইলকালারে মন্দিরার লুক পারফেক্ট হয়েছে বলতেই হয়।
গ্লসি ন্যুদ ব্রাউন লিপস, কিছুটা নাটকীয় নীল আইলাইনারের চোখের সাজ আর নীল নেইলকালারে মন্দিরার লুক পারফেক্ট হয়েছে বলতেই হয়।
৭/৭
কানে ছোট আকাশ নীল দুল পরেছেন মন্দিরা। গয়নার বাড়াবাড়িতে যান নি।
কানে ছোট আকাশ নীল দুল পরেছেন মন্দিরা। গয়নার বাড়াবাড়িতে যান নি।

ছবি: মন্দিরা চক্রবর্তীর ইন্সটাগ্রাম

পোশাক: আনজারা অফিসিয়াল

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮: ৪৫
বিজ্ঞাপন