মায়ামি বিচে চোখজুড়ানো নীলের লুকে মন্দিরা
শেয়ার করুন
ফলো করুন

সমুদ্রবিলাসে গিয়ে তারকারা প্রায়ই নানা আকর্ষণীয় লুকে নিজেদের ছবি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি এই প্রজন্মের লাস্যময়ী অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীকে দেখা গেল যুক্তরাষ্ট্রের মায়ামি বিচে।

মায়ামি বিচে এই প্রজন্মের লাস্যময়ী অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী
মায়ামি বিচে এই প্রজন্মের লাস্যময়ী অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই মায়ামি বিচ। আর সেখানে চোখ জুড়ানো নীলের লুকে নিজেকে উপস্থাপন করেছেন সুন্দরী মন্দিরা।

বিজ্ঞাপন

এখানে অভিনেত্রী পরেছেন আকাশী ও উজ্জ্বল নীলের শেডের ডাই করা জর্জেট ফেব্রিকের লং ড্রেস। অনেক বড় ঘেরে ফ্লেয়ার প্যাটার্নের ডিজাইন দেখা যাচ্ছে এতে।

ফ্লেয়ার প্যাটার্নের নীল ড্রেসে মন্দিরা
ফ্লেয়ার প্যাটার্নের নীল ড্রেসে মন্দিরা
সঙ্গে আছে বোহো গয়না
সঙ্গে আছে বোহো গয়না

ওপরের অংশে র‍্যাপ প্যাটার্নে ডিপনেক এফেক্ট। টপের অংশে নুডল স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে হলটারনেক ডিজাইনে। ব্যাকলেস এই ড্রেসটির রং সমুদ্র আর আকাশের সঙ্গে মিলে গিয়েছে একদম।ড্রেসের মাঝ বরাবর স্টারফিশ এমবেলিশমেন্ট দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বোহো স্টাইলের শামুক-ঝিনুক আর বর্ণিল পাথরের নেকপিস ও ব্রেসলেট পরেছেন মন্দিরা। হাতে রয়েছে আংটি।

আকর্ষণীয় কাটের ড্রেসটিতে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
আকর্ষণীয় কাটের ড্রেসটিতে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী
হালকা সাজে মোহনীয় মন্দিরা
হালকা সাজে মোহনীয় মন্দিরা

খোলা চুলে হালকা মেক আপ বেছে নিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী তার বিচ লুকের সঙ্গে। কাজল, মাসকারা, হালকা আইশ্যাডো আর ন্যুড লিপকালারেই সাজ সেরেছেন তিনি।

ছবি: মন্দিরার ইন্সটাগ্রাম

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০২: ৩৩
বিজ্ঞাপন