ঝলমলে ২ লুকে উত্তাপ বাড়ালেন জাহ্নবী
শেয়ার করুন
ফলো করুন

বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে জাহ্নবী কাপুরের অভিনয়দক্ষতা বেশ প্রশংসিত হয়েছে বিভিন্ন মুভিতে। তবে ভক্তদের কাছে কিন্তু তাঁর অত্যন্ত আকর্ষণীয় মুখাবয়ব আর ফিগারের জন্যও তিনি খুবই আরাধ্য।

প্রায়ই তাঁকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দারুণ সব আবেদনময়ী লুকে। এবারে ঝলমলে ২টি ড্রেসে পার্টি আমেজে ধরা দিয়েছেন জাহ্নবী ক্যামেরায়। 

বিজ্ঞাপন

প্রথম ড্রেসটি কালো আর বডিকন অর্থাৎ শরীর আঁকড়ে রাখা ডিজাইনের। পুরো ফেব্রিকে ঝলমলে সোনালি-রূপালি চুমকি আর সবুজ, নীল, গোলাপি পাথর বসানো। চিকন স্ট্র‍্যাপের ড্রেসটিতে গভীর নেকলাইন।

সঙ্গে খোলা লালচে হাইলাইট দেওয়া চুল। গোলাপি রঙে সেজেছেন জাহ্নবী চোখে আর ঠোঁটে। গয়নাগাটি পরেননি কিছুই। ঘরোয়া আমেজের পার্টিতে এই লুকে বেশ মজা করে খাওয়া-দাওয়া করতে দেখা যাচ্ছে জাহ্নবীকে। এক বোতল কোমল পানীয়ও উপভোগ করেছেন এই অভিনেত্রী।  

বিজ্ঞাপন

এরপরের সাজপোশাকে জাহ্নবী যেন এক রহস্যময়ী জলপরী। নীক রঙের ঝলমলে সিকুইন ফেব্রিকের ড্রেসটি খুবই আকর্ষণীয়। স্লিভলেস ড্রেসটি কিছুটা লুজ ফিটিংয়ের পিঠে এক্সটেনশন দেওয়া খোলা ডিজাইন।

ম্যাচিং নীল পেন্ডেন্ট পরেছেন এই অভিনেত্রী সঙ্গে। ভেজা লুকের মেসি স্টাইলের চুল সত্যিই ভিজে যাচ্ছে। কারণ জাহ্নবীকে দেখা যাচ্ছে সুইমিং পুলে। হয়তো বন্ধুরা মিলে পুল পার্টি করছেন অথবা নিজের খেয়ালে ফটোশুট করেছেন এভাবে। নাটকীয় নীল গোলাপি আইশ্যাডো আর ন্যুড গোলাপি ঠোঁটে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন জাহ্নবী।  

ছবি: জাহ্নবী কাপুরের ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪: ৩০
বিজ্ঞাপন