ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘ইন্ডিয়া কতুর উইক’-এর জমকালো সূচনা হয়েছে ২৩ জুলাই, দিল্লির তাজ প্যালেস হোটেলে। সপ্তাহজুড়ে চলছে দেশসেরা ডিজাইনারদের চমকপ্রদ কালেকশনের উপস্থাপনা।
আর এই ফ্যাশন উৎসবে বলিউডের গ্ল্যামার কুইন তামান্না ভাটিয়া নিজের স্টাইল স্টেটমেন্টে তাক লাগালেন মনীশ মালহোত্রার গাউনে, তাঁরই কতুর পার্টিতে।
প্রতিবছর এই আয়োজনের মঞ্চে দেশের খ্যাতিমান ডিজাইনাররা উপস্থাপন করেন তাঁদের সেরা কালেকশন। মূল আয়োজক ফ্যাশন ডিজাইনার্স কাউন্সিল অব ইন্ডিয়া। এবারের ১৮তম আসরে বিশেষ গুরুত্ব পেয়েছে টেকসই ফ্যাশন ও লোকশিল্পভিত্তিক সূচিকর্ম। এই প্ল্যাটফর্মেই মনীশ মালহোত্রা তুলে ধরেন তাঁর ‘ইনায়া’ কালেকশন।
তামান্না পরেছেন এই সংগ্রহ থেকে নেওয়া নজরকাড়া সোনালি-হলুদ রঙের অফ-শোল্ডার গাউন। গাউনটির ডিপ ড্রেপড হার্ট নেকলাইন, কোমরে ফিটেড কাট, আর থাই-হাই স্লিট ডিজাইন লুকটিকে দিয়েছে রাজকীয় আভিজাত্য। নেকলাইনের রূপালি এমবেলিশমেন্ট একে করে তুলেছে স্টেটমেন্ট পিস।
তামান্নার মেকআপে দেখা যাচ্ছে ন্যাচারাল গ্ল্যামের ছোঁয়া। ওয়ার্ম টোনের সাজ তাঁর ত্বকের আভা ও পোশাকের রঙের সঙ্গে তৈরি করেছে দারুণ ভারসাম্য। খোলা চুলে ওয়েভি টেক্সচার দিয়েছে পুরো লুকের পরিপূর্ণতা।
অ্যাকসেসরিজেও পরিমিত আমেজ —শুধু একজোড়া স্টেটমেন্ট দুল বেছে নিয়েছেন এই আউটফিটের সঙ্গে তিনি। পুরো আয়োজনে তামান্না যেন সত্যিই এক রূপকথার রাজকুমারী—আভিজাত্য, আত্মবিশ্বাস আর সৌন্দর্যে ভরপুর এক উপস্থিতি।
ছবি: ইন্সটাগ্রাম