অজিল্যান্ডে ভেলভেট গাউনের লুকে আবেদনময়ী ভাবনা
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় তারকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সবসময়ই আকর্ষণীয়। নিয়মের বাঁধনে আবদ্ধ না থেকে নিজের মতো করে চলাই যেন তাঁর পরিচয়। ফ্যাশনে তাঁর দৃষ্টি সবসময় নতুন কিছু খুঁজে বেড়ায়। নামীদামি ব্র্যান্ডের পোশাক বেছে নেওয়া থেকে শুরু করে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি—সবখানেই ভাবনা রাখেন অনন্য স্বাক্ষর। সম্প্রতি অভিনেত্রী অস্ট্রেলিয়ায় গিয়ে মুগ্ধ করলেন ভেলভেট গাউনের আবেদনময় লুকে।

১/৫
মিডনাইট ব্লু ভেলভেট গাউনে গ্ল্যাম গার্ল ভাবনা। গাউনের ডিপ ভি নেকলাইন আলাদাভাবে আকর্ষণ কাড়ছে
মিডনাইট ব্লু ভেলভেট গাউনে গ্ল্যাম গার্ল ভাবনা। গাউনের ডিপ ভি নেকলাইন আলাদাভাবে আকর্ষণ কাড়ছে
বিজ্ঞাপন
২/৫
গাউনের সাথে মিলিয়ে ভাবনার মেকআপও নজর কাড়ছে।  চোখে শোভা পাচ্ছে ডার্ক ব্লু শিমারি আইশ্যাডো ও ড্রামাটিক ল্যাশ। আর কোরাল-পিঙ্ক লিপস্টিক পোশাকের সাথে ভারসাম্য যোগ করেছে লুকে
গাউনের সাথে মিলিয়ে ভাবনার মেকআপও নজর কাড়ছে। চোখে শোভা পাচ্ছে ডার্ক ব্লু শিমারি আইশ্যাডো ও ড্রামাটিক ল্যাশ। আর কোরাল-পিঙ্ক লিপস্টিক পোশাকের সাথে ভারসাম্য যোগ করেছে লুকে
বিজ্ঞাপন
৩/৫
সুন্দর এই আউটফিটের সাথে ভাবনার হালকা সোনালি চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা
সুন্দর এই আউটফিটের সাথে ভাবনার হালকা সোনালি চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা
৪/৫
জুটি হয়েছে নজরকাড়া জুয়েলারী। সবুজ- সাদা পাথরের ফ্লোরাল নেকপিস আর দুলে ঝলমল করছেন যেন ভাবনা। হাতে আছে বেশ কয়েকটি স্টেটমেন্ট আংটিও- যা পুরো লুকটিতে ফেমিনিন চার্ম যোগ করেছে
জুটি হয়েছে নজরকাড়া জুয়েলারী। সবুজ- সাদা পাথরের ফ্লোরাল নেকপিস আর দুলে ঝলমল করছেন যেন ভাবনা। হাতে আছে বেশ কয়েকটি স্টেটমেন্ট আংটিও- যা পুরো লুকটিতে ফেমিনিন চার্ম যোগ করেছে
৫/৫
অফ দ্য শোল্ডার থাই লিট ডিজাইনের এই গ্ল্যামারাস গাউনে সত্যিই মুগ্ধ করেছেন ভাবনা
অফ দ্য শোল্ডার থাই লিট ডিজাইনের এই গ্ল্যামারাস গাউনে সত্যিই মুগ্ধ করেছেন ভাবনা

ছবি: ভাবনার ফেসবুক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৫: ৩৫
বিজ্ঞাপন