জনপ্রিয় তারকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সবসময়ই আকর্ষণীয়। নিয়মের বাঁধনে আবদ্ধ না থেকে নিজের মতো করে চলাই যেন তাঁর পরিচয়। ফ্যাশনে তাঁর দৃষ্টি সবসময় নতুন কিছু খুঁজে বেড়ায়। নামীদামি ব্র্যান্ডের পোশাক বেছে নেওয়া থেকে শুরু করে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি—সবখানেই ভাবনা রাখেন অনন্য স্বাক্ষর। সম্প্রতি অভিনেত্রী অস্ট্রেলিয়ায় গিয়ে মুগ্ধ করলেন ভেলভেট গাউনের আবেদনময় লুকে।
ছবি: ভাবনার ফেসবুক