রাভিনা ট্যান্ডন সেই নব্বই দশকে নিজের আকর্ষণীয় পর্দা উপস্থিতি, স্টাইল স্টেটমেন্ট আর আবেদনে নিজেকে অন্য অবস্থা নিয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রীদের মাঝে। এখনো সমান আকর্ষণ ছড়ান এই সুপারফিট ডিভা। আর তাঁর পথ ধরে বলিউডে পা রাখা কন্যা রাশা থাডানিও এই প্রজন্মের সবচেয়ে স্টাইলিশ, আবেদনময়ী আর উজ্জ্বল তারকা বলে সমাদৃত হচ্ছেন। বলিউডের এই সময়ের সবচেয়ে আকর্ষণীয় মা-মেয়ে জুটি বলা যায় রাভিনা ট্যান্ডন ও রাশা থাডানিকে। এ যেন মেয়ে বলে আমাকে দেখ, মা বলে আমাকে।
ছবি: ইন্সটাগ্রাম