
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে ফ্যাশনিস্তা বলতেই হয়। তাই তো নতুন 'আঁতকা' ওয়েবফিল্মের চুমকি চরিত্রের লুক থেকে শুরু করে সাদাকালো অ্যাস্থেটিক্সেও তিনি নজর কাড়ছেন সমানতালে। যেকোনো সাজপোশাকেই মানিয়ে যায় সুনেরাহকে। চলুন দেখে আসি তাঁর সাম্প্রতিক নানা মুডের ৮টি ভিন্ন ভিন্ন লুক।










ছবি: ইন্সটাগ্রাম