আঁতকার চুমকি লুক থেকে সাদাকালো অ্যাসথেটিক্স: দেখুন সুনেরাহর নানা মুডের ১০টি ছবি
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে ফ্যাশনিস্তা বলতেই হয়। তাই তো নতুন 'আঁতকা' ওয়েবফিল্মের চুমকি চরিত্রের লুক থেকে শুরু করে সাদাকালো অ্যাস্থেটিক্সেও তিনি নজর কাড়ছেন সমানতালে। যেকোনো সাজপোশাকেই মানিয়ে যায় সুনেরাহকে। চলুন দেখে আসি তাঁর সাম্প্রতিক নানা মুডের ৮টি ভিন্ন ভিন্ন লুক।

১/১০
সাড়া জাগিয়েছে নতুন চরকি ওয়েবফিল্ম আঁতকা-র চুমকি চরিত্রে সুনেরাহর এই লুক। নজর কাড়ছে তাঁর নোজপিন
সাড়া জাগিয়েছে নতুন চরকি ওয়েবফিল্ম আঁতকা-র চুমকি চরিত্রে সুনেরাহর এই লুক। নজর কাড়ছে তাঁর নোজপিন
বিজ্ঞাপন
২/১০
সম্প্রতি একটি ধারাবাহিকে এমন সাদামাটা বউয়ের সাজে হালকা গয়না ও তাঁতের শাড়িতে মন মাতাচ্ছেন এই অভিনেত্রী
সম্প্রতি একটি ধারাবাহিকে এমন সাদামাটা বউয়ের সাজে হালকা গয়না ও তাঁতের শাড়িতে মন মাতাচ্ছেন এই অভিনেত্রী
বিজ্ঞাপন
৩/১০
আরেকটি নাটকের চরিত্রে সালওয়ার কামিজের লুকে ধরা দিয়েছেন ফ্রেমে সুনেরাহ
আরেকটি নাটকের চরিত্রে সালওয়ার কামিজের লুকে ধরা দিয়েছেন ফ্রেমে সুনেরাহ
৪/১০
কিছুদিন আগে মঞ্চে পারফর্ম করেছেন তিনি এমন রেট্রো হেয়ারস্টাইল আর আকর্ষণীয় কস্টিউমে
কিছুদিন আগে মঞ্চে পারফর্ম করেছেন তিনি এমন রেট্রো হেয়ারস্টাইল আর আকর্ষণীয় কস্টিউমে
৫/১০
ভ্যাকেশন লুকে সুনেরাহ পরেছেন কোজি উলের স্কার্ফ আর সোয়েটার। আর দিনটি তাঁর জন্য গুড হেয়ার ডে
ভ্যাকেশন লুকে সুনেরাহ পরেছেন কোজি উলের স্কার্ফ আর সোয়েটার। আর দিনটি তাঁর জন্য গুড হেয়ার ডে
৬/১০
সাদাকালো অ্যাস্থেটিক্সে নজরকাড়া বডিকন ড্রেসে সুনেরাহ
সাদাকালো অ্যাস্থেটিক্সে নজরকাড়া বডিকন ড্রেসে সুনেরাহ
৭/১০
লাল ফুলস্লিভ মিনিড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
লাল ফুলস্লিভ মিনিড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
ছবি: রফিকুল ইসলাম
৮/১০
এখানে তিনি সেজেছেন হলুদ ব্রাইডের লুকে
এখানে তিনি সেজেছেন হলুদ ব্রাইডের লুকে
৯/১০
সদ্য ঘুমভাঙা লুকে এমন স্নিগ্ধই লাগে তাঁকে
সদ্য ঘুমভাঙা লুকে এমন স্নিগ্ধই লাগে তাঁকে
১০/১০
পার্টি লুকে লাল বসলেডি আউটফিট বেছে নিয়েছেন এই ফ্যাশনিস্তা
পার্টি লুকে লাল বসলেডি আউটফিট বেছে নিয়েছেন এই ফ্যাশনিস্তা

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন