বেনারসী শাড়ি আর রুবির গয়নায় কানের রানীর রাজসিক প্রত্যাবর্তন
শেয়ার করুন
ফলো করুন

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের আছে গভীর সখ্য। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল এই লরিয়ালের পণ্যদূত যেন সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছেন কান-এর অঘোষিত ও অবিসংবাদিত রানী। এ বছর তাঁর দেখা মেলেনি প্রথমেই। অপেক্ষার ফল যে মিঠে হয়, তা ঐশ্বরিয়ার এবারের কান লুকই বলে দিচ্ছে। ভারতের গ্লোবাল ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা চোখজুড়ানো আইভরি অনসম্বলে একেবারে ট্র্যাডিশনাল লুকে দেখা গেল ঐশ্বরিয়াকে এবার। বেনারসী শাড়ি, ম্যাচিং ওড়না আর রুবি পাথরের চোখধাঁধানো গয়নার সঙ্গে সিঁদুর নজর কাড়ছে, নাকচ করছে এতদিনকার বিভিন্ন জল্পনাকল্পনা। চলুন তবে কানের রানীর এই রাজসিক লুকের কিছু ঝলক দেখে নিই এবারে।

১/৭
মনীষ মালহোত্রার ডিজাইন করা আইভরি বেনারসী শাড়ি ও ম্যাচিং ওড়না পরেছেন ঐশ্বরিয়া এবারের কান লুকে
মনীষ মালহোত্রার ডিজাইন করা আইভরি বেনারসী শাড়ি ও ম্যাচিং ওড়না পরেছেন ঐশ্বরিয়া এবারের কান লুকে
বিজ্ঞাপন
২/৭
ড্রেসকোড মেনে ফোলানো ফাঁপানো পোশাকে না গিয়ে সোজাসাপ্টা আর ট্র্যাডিশনাল আইভরি বেনারসী শাড়ির লুকটি বাজিমাত করেছে বলতেই হয়।
ড্রেসকোড মেনে ফোলানো ফাঁপানো পোশাকে না গিয়ে সোজাসাপ্টা আর ট্র্যাডিশনাল আইভরি বেনারসী শাড়ির লুকটি বাজিমাত করেছে বলতেই হয়।
বিজ্ঞাপন
৩/৭
রোজ গোল্ড জারদৌসি করা সফট টিস্যু ফেব্রিকের লম্বা ওড়নার বুদ্ধিদীপ্ত ব্যবহার শাড়িতে এনেছে রাজসিক আমেজ। বেনারসীটিতে রূপার জরী ব্যবহার করা হয়েছে।
রোজ গোল্ড জারদৌসি করা সফট টিস্যু ফেব্রিকের লম্বা ওড়নার বুদ্ধিদীপ্ত ব্যবহার শাড়িতে এনেছে রাজসিক আমেজ। বেনারসীটিতে রূপার জরী ব্যবহার করা হয়েছে।
৪/৭
মনীষ মালহোত্রারই হাই জুয়েলারিতে নজর কাড়ছেন ঐশ্বরিয়া। ৫০০ ক্যারেটের অত্যন্ত দামী মোজাম্বিক রুবি পাথর আর আনকাট হীরা বসানো এক্সলুসিভ কয়েক লেয়ারের নেকপিস ও আংটি পরেছেন তিনি।
মনীষ মালহোত্রারই হাই জুয়েলারিতে নজর কাড়ছেন ঐশ্বরিয়া। ৫০০ ক্যারেটের অত্যন্ত দামী মোজাম্বিক রুবি পাথর আর আনকাট হীরা বসানো এক্সলুসিভ কয়েক লেয়ারের নেকপিস ও আংটি পরেছেন তিনি।
৫/৭
একঢাল ছেড়ে রাখা চুলের স্টাইলেই বেশি দেখা যায় তাঁকে আজকাল। এখানেও তাই বেছে নিয়েছেন ঐশ্বরিয়া
একঢাল ছেড়ে রাখা চুলের স্টাইলেই বেশি দেখা যায় তাঁকে আজকাল। এখানেও তাই বেছে নিয়েছেন ঐশ্বরিয়া
৬/৭
চোখ তো তাঁর সবার চেয়ে আলাদা। বেশি কিছু না করে লালে ঠোঁট রাঙিয়েছেন তিনি। সিঁদুর নজর কাড়ছে, নাকচ করছে এতদিনকার বিভিন্ন জল্পনাকল্পনা।
চোখ তো তাঁর সবার চেয়ে আলাদা। বেশি কিছু না করে লালে ঠোঁট রাঙিয়েছেন তিনি। সিঁদুর নজর কাড়ছে, নাকচ করছে এতদিনকার বিভিন্ন জল্পনাকল্পনা।
৭/৭
এমন ভঙ্গিমাতেই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কানের রানী।
এমন ভঙ্গিমাতেই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কানের রানী।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ মে ২০২৫, ০৩: ৪৯
বিজ্ঞাপন