বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটের আছে গভীর সখ্য। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল এই লরিয়ালের পণ্যদূত যেন সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছেন কান-এর অঘোষিত ও অবিসংবাদিত রানী। এ বছর তাঁর দেখা মেলেনি প্রথমেই। অপেক্ষার ফল যে মিঠে হয়, তা ঐশ্বরিয়ার এবারের কান লুকই বলে দিচ্ছে। ভারতের গ্লোবাল ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা চোখজুড়ানো আইভরি অনসম্বলে একেবারে ট্র্যাডিশনাল লুকে দেখা গেল ঐশ্বরিয়াকে এবার। বেনারসী শাড়ি, ম্যাচিং ওড়না আর রুবি পাথরের চোখধাঁধানো গয়নার সঙ্গে সিঁদুর নজর কাড়ছে, নাকচ করছে এতদিনকার বিভিন্ন জল্পনাকল্পনা। চলুন তবে কানের রানীর এই রাজসিক লুকের কিছু ঝলক দেখে নিই এবারে।
ছবি: ইন্সটাগ্রাম