নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের পরবর্তী সময় পর্যন্ত বলিউড সিনেমায় রাজত্ব করেছেন রানি মুখার্জি। এখনো তাঁর সাবলীল অভিনয়, অনবদ্য সৌন্দর্য, মুক্তাঝরা হাসি, ব্যতিক্রমী গলার স্বর আর নজরকাড়া ফ্যাশন সেন্স তাঁকে সবার চেয়ে আলাদা করেছে। বাঙালি পরিবারের মেয়ে বলে কথা। আজ হালফ্যাশনের পাঠকদের জন্য অভিনেত্রীর শাড়ি পরা নির্বাচিত কয়েকটি লুক রইল। পূজার সাজপোশাকের অনুপ্রেরণা হতে পারে রানির এই লুকগুলো। আর এমন সাজে নিজেকে সাজালে 'রানি'র মতোই লাগবে আপনাকে।