পূজায় যদি ‘রানি’ সাজতে চান
শেয়ার করুন
ফলো করুন

নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের পরবর্তী সময় পর্যন্ত বলিউড সিনেমায় রাজত্ব করেছেন রানি মুখার্জি। এখনো তাঁর সাবলীল অভিনয়, অনবদ্য সৌন্দর্য, মুক্তাঝরা হাসি, ব্যতিক্রমী গলার স্বর আর নজরকাড়া ফ্যাশন সেন্স তাঁকে সবার চেয়ে আলাদা করেছে। বাঙালি পরিবারের মেয়ে বলে কথা। আজ হালফ্যাশনের পাঠকদের জন্য অভিনেত্রীর শাড়ি পরা নির্বাচিত কয়েকটি লুক রইল। পূজার সাজপোশাকের অনুপ্রেরণা হতে পারে রানির এই লুকগুলো। আর এমন সাজে নিজেকে সাজালে 'রানি'র মতোই লাগবে আপনাকে।

১/৯
আকর্ষণীয় লাল খাড্ডি শাড়ির লুকে দ্যুতি ছড়াচ্ছেন রানী
আকর্ষণীয় লাল খাড্ডি শাড়ির লুকে দ্যুতি ছড়াচ্ছেন রানী
২/৯
শাড়ির সঙ্গে পরেছেন কানপাশা, শাঁখা, পলা ও চুড়ি। ন্যুড মেকআপেই অনন্য তিনি। তবে বিশেষভাবে নজর কাড়ছে লাল টিপ আর কাজল দেওয়া চোখের সাজ।
শাড়ির সঙ্গে পরেছেন কানপাশা, শাঁখা, পলা ও চুড়ি। ন্যুড মেকআপেই অনন্য তিনি। তবে বিশেষভাবে নজর কাড়ছে লাল টিপ আর কাজল দেওয়া চোখের সাজ।
বিজ্ঞাপন
৩/৯
সোনালি তসর শাড়ির সঙ্গে জুটি বেঁধেছে সোনালি স্ট্রাইপের ডিপনেক স্লিভলেস ব্লাউজ। অভিনেত্রী সফট গ্ল্যাম মেকআপে সেজেছেন। বিশেষ আকর্ষণ কাড়ছে পাথর ও বিডসের স্টেটমেন্ট চোকার
সোনালি তসর শাড়ির সঙ্গে জুটি বেঁধেছে সোনালি স্ট্রাইপের ডিপনেক স্লিভলেস ব্লাউজ। অভিনেত্রী সফট গ্ল্যাম মেকআপে সেজেছেন। বিশেষ আকর্ষণ কাড়ছে পাথর ও বিডসের স্টেটমেন্ট চোকার
বিজ্ঞাপন
৪/৯
মনোক্রম লুকে রানী মুখার্জি সেই নব্বইয়ের দশক থেকেই নজর কাড়ছেন। এই লুকে তিনি বেছে নিয়েছেন লাল স্যাটিন শাড়ি আর ডিপ নেকলাইনের ম্যাচিং ব্লাউজ। সেজেছেন ন্যুড মেকআপে। ছেড়ে রেখেছেন চুল।স্টেটমেন্ট নেকপিসটাও বেশ মানিয়েছে।
মনোক্রম লুকে রানী মুখার্জি সেই নব্বইয়ের দশক থেকেই নজর কাড়ছেন। এই লুকে তিনি বেছে নিয়েছেন লাল স্যাটিন শাড়ি আর ডিপ নেকলাইনের ম্যাচিং ব্লাউজ। সেজেছেন ন্যুড মেকআপে। ছেড়ে রেখেছেন চুল।স্টেটমেন্ট নেকপিসটাও বেশ মানিয়েছে।
৫/৯
লাল পাড়ের স্ট্রাইপ প্যাটার্নের নীল পাটোলা শাড়ি পরেছেন অভিনেত্রী রানী মুখার্জি এই লুকে। শাড়ির নিচের অংশ ও আঁচলের লাল জমিনে ট্র্যাডিশনাল পাটোলা মোটিফ আছে। এর সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ পরেছেন অভিনেত্রী
লাল পাড়ের স্ট্রাইপ প্যাটার্নের নীল পাটোলা শাড়ি পরেছেন অভিনেত্রী রানী মুখার্জি এই লুকে। শাড়ির নিচের অংশ ও আঁচলের লাল জমিনে ট্র্যাডিশনাল পাটোলা মোটিফ আছে। এর সঙ্গে লাল স্লিভলেস ব্লাউজ পরেছেন অভিনেত্রী
৬/৯
তাঁর ন্যুড মেকআপে গুরুত্ব পেয়েছে কাজল কালো চোখের সাজ আর ম্যাচিং টিপ। গোল্ড টেম্পল নেকপিস, ফ্লোরাল দুল আর চুড়ি লুকে এনেছে আভিজাত্য
তাঁর ন্যুড মেকআপে গুরুত্ব পেয়েছে কাজল কালো চোখের সাজ আর ম্যাচিং টিপ। গোল্ড টেম্পল নেকপিস, ফ্লোরাল দুল আর চুড়ি লুকে এনেছে আভিজাত্য
৭/৯
এই লুকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে গোলাপি-সোনালি ডুয়েল টোনের তসর শাড়িতে।মেকআপেও ফুটে উঠেছে একই রঙের আমেজ। মাল্টিকালার চোকার ও মঙ্গলসূত্র ছাড়া আর কোনো গয়না পরেননি তিনি। সবশেষে লুক পরিপূর্ণ করেছে খোঁপায় পরা বেলি ফুলের গাজরা।
এই লুকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে গোলাপি-সোনালি ডুয়েল টোনের তসর শাড়িতে।মেকআপেও ফুটে উঠেছে একই রঙের আমেজ। মাল্টিকালার চোকার ও মঙ্গলসূত্র ছাড়া আর কোনো গয়না পরেননি তিনি। সবশেষে লুক পরিপূর্ণ করেছে খোঁপায় পরা বেলি ফুলের গাজরা।
৮/৯
সিঁদুর লাল বেনারসি শাড়ি পরেছেন অভিনেত্রী এই লুকে। শাড়ির জমিনে ছড়িয়ে আছে ময়ূর মোটিফ। এই সুন্দর শাড়ির সঙ্গে তিনি গ্লাসস্লিভ ম্যাচিং ব্লাউজ পরেছেন।
সিঁদুর লাল বেনারসি শাড়ি পরেছেন অভিনেত্রী এই লুকে। শাড়ির জমিনে ছড়িয়ে আছে ময়ূর মোটিফ। এই সুন্দর শাড়ির সঙ্গে তিনি গ্লাসস্লিভ ম্যাচিং ব্লাউজ পরেছেন।
৯/৯
তাঁর স্লিক বান হেয়ারস্টাইলে আবেদন বাড়িয়েছে গাজরা। সবুজ পাথর বসানো গোল্ডের ভারী গয়না আর শাঁখা–পলায় সেজেছেন রানী। শিমারি আইশ্যাডো দেওয়া কাজল কালো চোখ, লাল টিপ ও সিঁদুর যেন লুকে শোভা বাড়িয়েছে দ্বিগুণ।
তাঁর স্লিক বান হেয়ারস্টাইলে আবেদন বাড়িয়েছে গাজরা। সবুজ পাথর বসানো গোল্ডের ভারী গয়না আর শাঁখা–পলায় সেজেছেন রানী। শিমারি আইশ্যাডো দেওয়া কাজল কালো চোখ, লাল টিপ ও সিঁদুর যেন লুকে শোভা বাড়িয়েছে দ্বিগুণ।
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০২: ৫৪
বিজ্ঞাপন