নতুন লুকে মাহিয়া মাহি, ফিটনেসের চমক নাচের ভিডিওতে
শেয়ার করুন
ফলো করুন

চিত্রনায়িকা মাহিয়া মাহি তাঁর সুন্দর মুখশ্রী আর স্টাইলিশ লুকের জন্য ভক্ত মহলে বেশ পরিচিত। একেক সময় একেক লুকে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। জীবনে নানা ঝড় উপেক্ষা করে মাহির নতুন রূপে ফিরে আসাটা সব সময়ই ভিন্ন রকমের আনন্দ দেয় তাঁর অনুরাগীদের। তাঁকে নিয়ে অনেক কথা হলেও পর্দায় উপস্থিতি আর সময়ের সঙ্গে ট্রেন্ড মেনে নিজেকে ফ্যাশনেবলভাবে উপস্থাপন করার জন্য মাহি সব সময় প্রশংসার দাবিদার।

কালো গাউনে

সম্প্রতি অভিনেত্রীর দুটি ওয়েস্টার্ন লুক প্রকাশ পেয়েছে। কালো রঙের বডিহাগিং গাউন পরেছেন তিনি। আউটফিটের একরঙা জমিনের সঙ্গে আলাদাভাবে ফুটে উঠেছে সিকুইন সজ্জিত ফুলস্লিভ। এই সুন্দর গাউনের সঙ্গে বিউটি সেলুন—সিগনেচার লুক বাই সামিয়ার মেকআপে সেজেছেন মাহি।

iOS

তাঁর সাজে প্রকাশ পেয়েছে জমকালো আমেজ। লেন্স পরা চোখে দিয়েছেন গোল্ডেন আইশ্যাডো, আইলাইনার আর মাশকারা। ভারী কভারেজের মেকআপে ঠোঁটের সাজে গুরুত্ব পেয়েছে ন্যুড ব্রাউন গ্লসি লিপস্টিক। কানে পরেছেন গোল্ডেন স্টেটমেন্ট দুল। হেয়ারস্টাইলে এনেছেন নতুনত্ব। চুলগুলো ব্লো ড্রাই করে একপাশে ছেড়ে সেখানে বসিয়েছেন সাদা স্টোন। সব মিলিয়ে অভিনেত্রীর এই মোহময়ী লুক সত্যিই মুগ্ধ করার মতো।

বিজ্ঞাপন

জমকালো সাজ পোশাকে

কালো-রুপালি ফ্রিঞ্জ ড্রেসের এই লুকে মাহি ক্যামেরা বন্দি হয়েছেন একদম ভিন্ন আমেজে। বেশ গর্জিয়াস সাজপোশাকে তিনি ধরা দিয়েছেন। বিডস বা পুঁতির কারুকাজ করা এই পোশাকের সঙ্গে মাহি সেজেছেন ভারী মেকআপে। ঠোঁটে দেওয়া লাল লিপস্টিক যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চোখে পরেছেন নীল রঙের লেন্স। শিমারি আইশ্যাডো আর আইলাইনারে এঁকেছেন চোখ। সবশেষে গালে ব্লাশ অন দিয়েছেন। এই সাজপোশাকের সঙ্গে মাহি কানে পরেছেন আকর্ষণীয় মুক্তার রিং। তাঁর হেয়ারস্টাইলও বেশ স্টাইলিশ।

বিজ্ঞাপন

তবে সাম্প্রতিকতম ইন্সটাগ্রাম পোস্টে মাহিয়া মাহির নাচের ভিডিওতে তাঁর নতুন করে ফিরে পাওয়া ফিটনেস বেশ সাড়া জাগিয়েছে সকলের মাঝে। বেবি ওয়েট ঝরিয়ে আর সাংসারিক টানাপোড়েন থেকে বেরিয়ে এসে মাহি এখন সুপার ফিট।

এখানে তিনি হট পিংক শার্ট পরেছেন কালো লেগিংস দিয়ে। ভেতরে কালো ফিটেড টপের ওপরে পরা শার্টের সামনে নট বাঁধা। তাতেই এসেছে 'নটি' আমেজ। সঙ্গে পরেছেন মাহি সাদা স্নিকার্স। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই অভিনেত্রী জিম জয়েন করার মাধ্যমে তাঁর ফিটনেস জার্নি নতুন করে শুরু করার কথা। আর এখন তাঁর সুফল দেখা যাচ্ছে মাহির আকর্ষণীয় ফিগার ও বডি ল্যাঙ্গুয়েজে। নতুন এই মাহিকে সাদরেই গ্রহণ করেছেন তাঁর ভক্তরা। আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাপূর্ণ কমেন্টগুলোই তার প্রমাণ।

ছবি ও ভিডিও: মাহিয়া মাহির ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০২: ০০
বিজ্ঞাপন