ওপার বাংলার ফ্যাশনিস্তা অভিনেত্রী দর্শনা বণিক এমনিতেই অত্যন্ত সুন্দরী। মিষ্টি হাসি আর সুন্দর মুখশ্রীর সঙ্গে তাঁর আকর্ষণীয় ফিগারেরও তারিফ করতে হয়। অভিনেত্রীর ইনস্টাগ্রামে ঢুঁ মেরে দেখা গেল, তিনি বৈচিত্র্যময় সাজপোশাকে অত্যন্ত ফ্যাশনেবলভাবে নিজেকে উপস্থাপন করেন। তবে ওয়েস্টার্ন লুকে যেন তিনি একটু বেশিই আবেদন ছড়ান। তেমনই কিছু স্কার্ট–টপের ভিন্নধর্মী লুক নিয়ে আজকের আয়োজন।
ছবি: দর্শনার ইন্সটাগ্রাম