কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। এ উৎসবকে ঘিরে চলচ্চিত্র তারকা থেকে শুরু করে ফ্যাশনবোদ্ধারা অধীর অপেক্ষায় আছেন। বর্ষসেরা সব চলচ্চিত্রের প্রিমিয়ার শোর পাশাপাশি মূল আকর্ষণে আছে তারকাদের সাজপোশাকও। কারণ, লালগালিচা মানেই নজরকাড়া সব কতুর গাউন, ঐতিহ্যবাহী নকশার পোশাক আর চোখধাঁধানো সাজ–অলংকার। আজ রাতের উদ্বোধনী আয়োজনে থাকবে বিশেষ চমক। লালগালিচায় হাঁটবেন হালের জনপ্রিয় মার্কিন মডেল বেলা হাদিদ। তিনি সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হয়ে অংশ নেবেন। এর আগেই তাঁর নতুন লুক ধরা পড়ল ক্যামেরায়। দেখে আসি লুকের আদ্যোপান্ত