উদ্বোধনী আয়োজনে নতুন লুকে কান মাতাবেন সুপারমডেল বেলা হাদিদ
শেয়ার করুন
ফলো করুন

কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ মঙ্গলবার ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে। এ উৎসবকে ঘিরে চলচ্চিত্র তারকা থেকে শুরু করে ফ্যাশনবোদ্ধারা অধীর অপেক্ষায় আছেন। বর্ষসেরা সব চলচ্চিত্রের প্রিমিয়ার শোর পাশাপাশি মূল আকর্ষণে আছে তারকাদের সাজপোশাকও। কারণ, লালগালিচা মানেই নজরকাড়া সব কতুর গাউন, ঐতিহ্যবাহী নকশার পোশাক আর চোখধাঁধানো সাজ–অলংকার। আজ রাতের উদ্বোধনী আয়োজনে থাকবে বিশেষ চমক। লালগালিচায় হাঁটবেন হালের জনপ্রিয় মার্কিন মডেল বেলা হাদিদ। তিনি সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হয়ে অংশ নেবেন। এর আগেই তাঁর নতুন লুক ধরা পড়ল ক্যামেরায়। দেখে আসি লুকের আদ্যোপান্ত

১/৭
সম্প্রতি হয়ে যাওয়া ফ্যাশনের অন্যতম আসর মেট গালায় বেলা হাদিদ থাকেননি। তবে কানের লালগালিচা যেন তাঁরই অপেক্ষায়
সম্প্রতি হয়ে যাওয়া ফ্যাশনের অন্যতম আসর মেট গালায় বেলা হাদিদ থাকেননি। তবে কানের লালগালিচা যেন তাঁরই অপেক্ষায়
বিজ্ঞাপন
২/৭
 ‘অল হোয়াইট’ লুকে তিনি বেছে নিয়েছেন সাদা কোর সেট টপ আর বুটকাট ট্রাউজার্স। রেট্রো গ্ল্যামের সঙ্গে মর্ডান টুইস্ট ফুটে উঠেছে তাঁর এই সাজপোশাকে
‘অল হোয়াইট’ লুকে তিনি বেছে নিয়েছেন সাদা কোর সেট টপ আর বুটকাট ট্রাউজার্স। রেট্রো গ্ল্যামের সঙ্গে মর্ডান টুইস্ট ফুটে উঠেছে তাঁর এই সাজপোশাকে
বিজ্ঞাপন
৩/৭
আজ রাতের উদ্বোধনী আয়োজনে বিশেষ চমক হিসেবে লালগালিচায় হাঁটবেন এই মার্কিন সুপারমডেল। এর আগে ফ্রান্সের হোটেল মার্টিনেজের সামনে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
আজ রাতের উদ্বোধনী আয়োজনে বিশেষ চমক হিসেবে লালগালিচায় হাঁটবেন এই মার্কিন সুপারমডেল। এর আগে ফ্রান্সের হোটেল মার্টিনেজের সামনে ফ্রেমবন্দী হয়েছেন তিনি
৪/৭
সবার নজর বেলার নতুন লুকের দিকে। ডার্ক ব্রাউন থেকে বের হয়ে স্বর্ণকেশী বা হানি-ব্লন্ড চুল তাঁর এখনকার সঙ্গী
সবার নজর বেলার নতুন লুকের দিকে। ডার্ক ব্রাউন থেকে বের হয়ে স্বর্ণকেশী বা হানি-ব্লন্ড চুল তাঁর এখনকার সঙ্গী
৫/৭
ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর পয়েন্টি-টো হার্ট হিল শোভা পাচ্ছে তাঁর পায়ে। একই ব্র্যান্ডের ম্যানহাটান ব্যাগ নিয়েছেন অনুষঙ্গ হিসেবে। আর চোখে স্টাইলিশ ওভাল শেপের সানগ্লাস
ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইভ সাঁ লরাঁর পয়েন্টি-টো হার্ট হিল শোভা পাচ্ছে তাঁর পায়ে। একই ব্র্যান্ডের ম্যানহাটান ব্যাগ নিয়েছেন অনুষঙ্গ হিসেবে। আর চোখে স্টাইলিশ ওভাল শেপের সানগ্লাস
৬/৭
আউটফিটের সঙ্গে যায়, এমন মিনিমাল গোল্ডেন জুয়েলারি পরেছেন বেলা। তবে সবকিছু ছাপিয়ে তাঁর চুলের নতুন রঙের দিকে সবার দৃষ্টি। এই লুকে করেছেন ক্যাজুয়াল আপডু হেয়ারস্টাইল।
আউটফিটের সঙ্গে যায়, এমন মিনিমাল গোল্ডেন জুয়েলারি পরেছেন বেলা। তবে সবকিছু ছাপিয়ে তাঁর চুলের নতুন রঙের দিকে সবার দৃষ্টি। এই লুকে করেছেন ক্যাজুয়াল আপডু হেয়ারস্টাইল।
৭/৭
আজ রাতের উদ্বোধনী আয়োজনে তিনি সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হয়ে অংশ নেবেন
আজ রাতের উদ্বোধনী আয়োজনে তিনি সুইস ঘড়ির ব্র্যান্ড ‘চোপার্ড’-এর প্রতিনিধি হয়ে অংশ নেবেন
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৪: ০৪
বিজ্ঞাপন