কান চলচ্চিত্র উৎসবে অভিষেক স্মরণীয় করে রাখতে অনেক মডেল, অভিনেত্রী আর সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বই বেছে নেন নজরকাড়া কিছু। তবে এবার সেই রেসে অনেককেই হারিয়ে দিলেন ভারতের উদীয়মান মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার। সাবেক মিস হরিয়ানা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি গলায় ঝুলিয়ে দেখা দিয়েছেন কান ডেব্যু করতে। আর সেজন্য তিনি এখন তুমুল আলোচনায়। ঝলমলে ব্রাইডাল লুক আর রাজস্থানী ট্র্যাডিশনাল গেট আপ ছাপিয়ে এখন শুধু এই মোদি নেকলেস নিয়েই কথা হচ্ছে রুচির কান লুকে।
ছবি: রুচি গুজ্জারের ইন্সটাগ্রাম