এখন বিয়ের মৌসুম চলছে জোরেশোরে। আর বিয়ে মানেই বউয়ের সাজ। এখন ব্রাইডাল লুক নিয়ে বেশ নিরীক্ষা করা হয়। লাল টুকটুকে বউ সাজতে ভালোবাসেন অনেকে। আবার অনেক বউ বেছে নেন প্যাস্টেল শেডের সাজপোশাক। শাড়ির সঙ্গে সঙ্গে লেহেঙ্গা আর সালওয়ার কামিজেও ব্রাইডাল লুক হতে পারে। এ সময়ে বেশ জনপ্রিয়তা পাওয়া বিউটি স্যালন আকলিমাস বিউটি পার্লারের সাজে প্রায়ই দেখা যাচ্ছে তারকাদেরকে। আর সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে এই বিউটি স্যালনের সাজে চোখজুড়ানো ব্রাইডাল লুকে দেখা যাচ্ছে। নজরকাড়া এই লুকটি সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ভাইরাল। চলুন তবে ইন্সটাগ্রাম থেকে এই সাজের কিছু ঝলক দেখে নিই।
ছবি: বুবলীর ফেসবুক
পোশাক: আনজারা
মেক ওভার: আকলিমা খান (আকলিমা'স বিউটি পার্লার)
কোরিওগ্রাফি: গৌতম সাহা
গয়না: রয়েল রুবিস