স্পোর্টি লুকে কমই দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বিভিন্ন অনুষ্ঠানে বা শুটে ঝলমলে শাড়ি বা এথনিক লুকে চোখ ধাঁধাচ্ছেন আজকাল। তবে সব লুকেই অনবদ্য এই টাইমলেস বিউটি। আজকে স্পোর্টি আমেজের পোশাকেই হ্যাপি সানডে উইশ করেছেন জয়া আহসান।
১/৭
অনেকদিন পর অন্যরকম লুকে ক্যামেরাবন্দী হলেন অভিনেত্রী জয়া আহসান
বিজ্ঞাপন
২/৭
তাঁকে দেখা যাচ্ছে মিডনাইট ব্লু ফুলস্লিভ সাদা স্ট্রাইপের টপে
বিজ্ঞাপন
৩/৭
বেশ স্পোর্টি আমেজ আছে পুরো লুকে
৪/৭
বটমওয়্যার হিসেবে আছে ম্যাচিং মিডনাইট ব্লু ট্র্যাক প্যান্ট
৫/৭
হালকা মেকআপ কমপ্লিমেন্ট করছে পুরো লুককে
৬/৭
খোলা চুলেই জাদু ছড়াচ্ছেন জয়া। ন্যুড গোলাপি লিপকালার আর হালকা মাসকারায় মোহনীয় লাগছে তাঁকে এই সাদামাটা পোশাকেও
৭/৭
স্পোর্টি অ্যাথলিজারে রবিবার সকালে মুগ্ধ করলেন তিনি ছবি শেয়ার করে