জয়া আহসান চোখ ঝলসে দিলেন কালো-সোনালির সুপার গ্ল্যাম লুকে
শেয়ার করুন
ফলো করুন

অভিনেত্রী জয়া আহসানের নতুন লুকের জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। তবে বলতেই হয়, চোখ ঝলসে যাওয়ার দশা সকলের অভিনেত্রী জয়া আহসানের সাম্প্রতিক লুক দেখে। কালো-সোনালির সুপার গ্ল্যাম রূপে সামনে এসেছেন তিনি এবারে।

১/৮
জয়ার সাজ আর কালো-সোনালি পোশাক মিলে সুপার গ্ল্যাম লুক বলা যায় একে
জয়ার সাজ আর কালো-সোনালি পোশাক মিলে সুপার গ্ল্যাম লুক বলা যায় একে
বিজ্ঞাপন
২/৮
থাই স্লিট ডিজাইনের স্কার্টে বেড়েছে আবেদন
থাই স্লিট ডিজাইনের স্কার্টে বেড়েছে আবেদন
বিজ্ঞাপন
৩/৮
মূল আকর্ষণ এর ঝলমলে সোনালি স্টেটমেন্ট এমবেলিশমেন্ট করা শর্ট জ্যাকেট
মূল আকর্ষণ এর ঝলমলে সোনালি স্টেটমেন্ট এমবেলিশমেন্ট করা শর্ট জ্যাকেট
৪/৮
সঙ্গে কালো হিলস পরতে ভোলেন নি জয়া
সঙ্গে কালো হিলস পরতে ভোলেন নি জয়া
৫/৮
পুরো অনসম্বলটি জয়াকে মানিয়েছে দুর্দান্ত। বডি ল্যাঙ্গুয়েজে ভ্রুক্ষেপহীন ভাব
পুরো অনসম্বলটি জয়াকে মানিয়েছে দুর্দান্ত। বডি ল্যাঙ্গুয়েজে ভ্রুক্ষেপহীন ভাব
৬/৮
হাতে ঝুলিয়েছেন জয়া নজরকাড়া জ্যাকেটটি। ভেতরে আছে কালো স্লিভলেস ছোট টপ
হাতে ঝুলিয়েছেন জয়া নজরকাড়া জ্যাকেটটি। ভেতরে আছে কালো স্লিভলেস ছোট টপ
৭/৮
মেটালিক এমবেলিশমেন্ট চোখ ঝলসে দেওয়ার মতো। জয়ার পুরো লুকও।
মেটালিক এমবেলিশমেন্ট চোখ ঝলসে দেওয়ার মতো। জয়ার পুরো লুকও।
৮/৮
কানে বড় মুক্তার ড্রপ দেওয়া দুল, হাতে স্টেটমেন্ট আংটি নজর কাড়ছে। ন্যুড লিপকালার থাকলেও পুরো মেকওভারে গ্ল্যাম আমেজ। চুলের স্ট্র্যান্ডসে আরও আকর্ষণীয় লাগছেন জয়া
কানে বড় মুক্তার ড্রপ দেওয়া দুল, হাতে স্টেটমেন্ট আংটি নজর কাড়ছে। ন্যুড লিপকালার থাকলেও পুরো মেকওভারে গ্ল্যাম আমেজ। চুলের স্ট্র্যান্ডসে আরও আকর্ষণীয় লাগছেন জয়া

ছবি: জয়া আহসানের ইন্সটাগ্রাম

ফটোগ্রাফি: সৌম্য সিংহ

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৪: ২২
বিজ্ঞাপন