ধুরন্ধর-এ চল্লিশের রণবীরের বিশ বছর বয়সী নায়িকা সারা অর্জুন, দেখুন তাঁর ১৪টি নজরকাড়া লুক
শেয়ার করুন
ফলো করুন

নাম তাঁর সারা অর্জুন। দক্ষিণি সিনেমার ডাকসাইটে শিশুশিল্পী। ক্যামেরার সামনে এসেছেন দেড় বছর বয়সেই। বয়স ৫ পেরোতেই সেঞ্চুরি করেছেন বিজ্ঞাপনচিত্রে। এক সময় তিনিই ছিলেন ভারতের সবচেয়ে দামী শিশুশিল্পী। কৈশোরে ছোট পর্দার পাশাপাশি দক্ষিণের বড় বড় সিনেমায় নজর কেড়েছেন সারা। সদ্য বিশ বছরে পা দেওয়া এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে বলিউডের শক্তিশালী তারকা রণবীর সিংয়ের সঙ্গে রোমান্স করতে তাঁর নতুন সিনেমা ধুরন্ধর-এ। চল্লিশের রণবীরের বিশ বছর বয়সী নায়িকা করে রীতিমতো ভাইরাল এখন সারা অর্জুন। চলুন নানা লুকে চিনে নিই বলিউডের এই নতুন অভিনেত্রীকে।

১/১৪
শিশুশিল্পী হিসেবে সারা অর্জুন বহুদিন ধরেই মন জয় করে আসছেন দক্ষিণে এমন সব কিউট লুকে
শিশুশিল্পী হিসেবে সারা অর্জুন বহুদিন ধরেই মন জয় করে আসছেন দক্ষিণে এমন সব কিউট লুকে
বিজ্ঞাপন
২/১৪
সেই সারাকেই চল্লিশের রণবীর সিংয়ের সঙ্গে এভাবে দারুণ এথনিক লুকে রোমান্স করতে দেখা যাচ্ছে নতুন সিনেমা ধুরন্ধর-এ
সেই সারাকেই চল্লিশের রণবীর সিংয়ের সঙ্গে এভাবে দারুণ এথনিক লুকে রোমান্স করতে দেখা যাচ্ছে নতুন সিনেমা ধুরন্ধর-এ
বিজ্ঞাপন
৩/১৪
সাদা সালওয়ার কামিজ আর আকর্ষণে ভরা সাদামাটা মেকওভারের মুখটি বলছে, তিনি আর শিশুটি নেই
সাদা সালওয়ার কামিজ আর আকর্ষণে ভরা সাদামাটা মেকওভারের মুখটি বলছে, তিনি আর শিশুটি নেই
৪/১৪
জেনজি প্রজন্মের এই অভিনেত্রী এখানে পরেছেন কালো ক্যাজুয়াল ড্রেস। কোমরে বাঁধা আছে চেক শার্ট।
জেনজি প্রজন্মের এই অভিনেত্রী এখানে পরেছেন কালো ক্যাজুয়াল ড্রেস। কোমরে বাঁধা আছে চেক শার্ট।
৫/১৪
ফুলেল হলটারনেক ড্রেসে আকর্ষণীয় লাগছে সারাকে
ফুলেল হলটারনেক ড্রেসে আকর্ষণীয় লাগছে সারাকে
৬/১৪
গোলাপি কাফতান আর ঝুমকার লুকে সারা
গোলাপি কাফতান আর ঝুমকার লুকে সারা
৭/১৪
দক্ষিণের বিখ্যাত সিনেমা পোন্নিয়িন সেল্ভান-এ এমন লুকে দেখা গিয়েছে এর আগে তাঁকে
দক্ষিণের বিখ্যাত সিনেমা পোন্নিয়িন সেল্ভান-এ এমন লুকে দেখা গিয়েছে এর আগে তাঁকে
৮/১৪
ইতিহাসের পাতা থেকে উঠে আসা কিশোরী রাজকুমারীর লুকে মুগ্ধ করেছেন তিনি সবাইকে
ইতিহাসের পাতা থেকে উঠে আসা কিশোরী রাজকুমারীর লুকে মুগ্ধ করেছেন তিনি সবাইকে
৯/১৪
আর এখন নায়িকা হয়ে আত্মপ্রকাশ করেই রীতিমতো ভাইরাল সারা অর্জুন এমন সব মনকাড়া এথনিক লুকে।
আর এখন নায়িকা হয়ে আত্মপ্রকাশ করেই রীতিমতো ভাইরাল সারা অর্জুন এমন সব মনকাড়া এথনিক লুকে।
১০/১৪
কালো স্কাল্পটেড গাউনে সারা
কালো স্কাল্পটেড গাউনে সারা
১১/১৪
অক্সিডাইজড গয়নার সঙ্গে স্লিভলেস ডিপনেক কামিজে আবেদন ছড়াচ্ছেন এই নতুন নায়িকা
অক্সিডাইজড গয়নার সঙ্গে স্লিভলেস ডিপনেক কামিজে আবেদন ছড়াচ্ছেন এই নতুন নায়িকা
১২/১৪
এরকম মডেস্ট ক্যাজুয়াল লুকে দেখা যাচ্ছে সারাকে ধুরন্ধর-এ
এরকম মডেস্ট ক্যাজুয়াল লুকে দেখা যাচ্ছে সারাকে ধুরন্ধর-এ
১৩/১৪
কার্লি চুলের সঙ্গে ডিপনেক বেবি ইয়েলো সালওয়ার কামিজে সারা
কার্লি চুলের সঙ্গে ডিপনেক বেবি ইয়েলো সালওয়ার কামিজে সারা
১৪/১৪
রংচঙে ফুলস্লিভ ড্রেস পরেছেন তিনি এখানে
রংচঙে ফুলস্লিভ ড্রেস পরেছেন তিনি এখানে

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩: ৩৯
বিজ্ঞাপন