নাম তাঁর সারা অর্জুন। দক্ষিণি সিনেমার ডাকসাইটে শিশুশিল্পী। ক্যামেরার সামনে এসেছেন দেড় বছর বয়সেই। বয়স ৫ পেরোতেই সেঞ্চুরি করেছেন বিজ্ঞাপনচিত্রে। এক সময় তিনিই ছিলেন ভারতের সবচেয়ে দামী শিশুশিল্পী। কৈশোরে ছোট পর্দার পাশাপাশি দক্ষিণের বড় বড় সিনেমায় নজর কেড়েছেন সারা। সদ্য বিশ বছরে পা দেওয়া এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে বলিউডের শক্তিশালী তারকা রণবীর সিংয়ের সঙ্গে রোমান্স করতে তাঁর নতুন সিনেমা ধুরন্ধর-এর ট্রেলারে। চল্লিশের রণবীরের বিশ বছর বয়সী নায়িকা করে রীতিমতো ভাইরাল এখন সারা অর্জুন। চলুন নানা লুকে চিনে নিই বলিউডের এই নতুন অভিনেত্রীকে।
ছবি: ইন্সটাগ্রাম