শচীনকন্যা চোখধাঁধালেন ১৫টি লুকে
শেয়ার করুন
ফলো করুন

সারা টেন্ডুলকার বেশির ভাগ মানুষের কাছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে হিসেবেই পরিচিত। মা অঞ্জলি টেন্ডুলকারের পরামর্শে মেডিকেলে পড়লেও সারা সব সময় আগ্রহী ছিলেন মডেলিংয়ে। ইতিমধ্যে ফ্যাশন ও মডেলিংয়ের জগতে নিজের অবস্থানও গড়ে তুলেছেন শচীনকন্যা । আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি। ‘স্টার কিড’ তকমাকে দূরে রেখে নিজের স্টাইল স্টেটমেন্ট ও ফ্যাশন সেন্সের কারণে ধীরে ধীরে সারা হয়ে উঠছেন নতুন প্রজন্মের ফ্যাশন আইকন। তাঁর লুক যেমন সাহসী, তেমনই স্নিগ্ধ । কোনো বাড়াবাড়ি নেই, নেই কৃত্রিমতা। সারার ওয়েস্টার্ন আর এথনিক লুকের ছবিগুলো দেখে আসি চলুন আজ।

১/১৫
সাদা টপের ওপর ডেনিম শার্ট লেয়ার করেছেন সারা। এই স্টাইলে আলাদা মাত্রা যোগ করেছে মুক্তার লেয়ার নেকপিস।
সাদা টপের ওপর ডেনিম শার্ট লেয়ার করেছেন সারা। এই স্টাইলে আলাদা মাত্রা যোগ করেছে মুক্তার লেয়ার নেকপিস।
বিজ্ঞাপন
২/১৫
ব্যাকলেস টপের সঙ্গে ক্যাট আই সানগ্লাস বেছে নিয়েছেন তিনি। নজর কাড়ছে হাতে আর কানে পরা জুয়েলারি।
ব্যাকলেস টপের সঙ্গে ক্যাট আই সানগ্লাস বেছে নিয়েছেন তিনি। নজর কাড়ছে হাতে আর কানে পরা জুয়েলারি।
বিজ্ঞাপন
৩/১৫
ফ্যাশনে মিনিমালিজম পছন্দ তাঁর। এই লুকে পরেছেন লেইস টপ আর ডেনিম প্যান্ট। অনুষঙ্গ হিসেবে সঙ্গে নিয়েছেন জারা ব্র্যান্ডের ব্রাউন শোল্ডার ব্যাগ।
ফ্যাশনে মিনিমালিজম পছন্দ তাঁর। এই লুকে পরেছেন লেইস টপ আর ডেনিম প্যান্ট। অনুষঙ্গ হিসেবে সঙ্গে নিয়েছেন জারা ব্র্যান্ডের ব্রাউন শোল্ডার ব্যাগ।
৪/১৫
স্ট্র্যাপলেস কোরসেট মিনি ড্রেসে সারা।
স্ট্র্যাপলেস কোরসেট মিনি ড্রেসে সারা।
৫/১৫
লেহেঙ্গার এথনিক লুকেও শচীনকন্যা নজর কাড়ছেন।
লেহেঙ্গার এথনিক লুকেও শচীনকন্যা নজর কাড়ছেন।
৬/১৫
নজরকাড়া প্রি-ড্রেইপড গোল্ডেন শাড়ি- গাউন পরে ঝড় তুলেছেন সারা। সঙ্গে পরেছেন মানানসই স্প্যাগেটি স্ট্র্যাপের ব্রালেট ব্লাউজ।
নজরকাড়া প্রি-ড্রেইপড গোল্ডেন শাড়ি- গাউন পরে ঝড় তুলেছেন সারা। সঙ্গে পরেছেন মানানসই স্প্যাগেটি স্ট্র্যাপের ব্রালেট ব্লাউজ।
৭/১৫
ফ্লোরাল এমবেলিশমেন্ট লেহেঙ্গায় আবেদন ছড়াচ্ছেন সারা। মিনিমাল জুয়েলারি পরেছেন আর সঙ্গে নিয়েছেন খুব সুন্দর একটা মুক্তার ব্যাগ।
ফ্লোরাল এমবেলিশমেন্ট লেহেঙ্গায় আবেদন ছড়াচ্ছেন সারা। মিনিমাল জুয়েলারি পরেছেন আর সঙ্গে নিয়েছেন খুব সুন্দর একটা মুক্তার ব্যাগ।
৮/১৫
মোনোক্রম লুকে স্টাইলিশ লাগছে তাঁকে। বেজ রঙ্গের প্লিটেড মিনি ড্রেসের সঙ্গে নিয়েছেন ম্যাচিং মিনি ব্যাগ।
মোনোক্রম লুকে স্টাইলিশ লাগছে তাঁকে। বেজ রঙ্গের প্লিটেড মিনি ড্রেসের সঙ্গে নিয়েছেন ম্যাচিং মিনি ব্যাগ।
৯/১৫
ডেনিম অন ডেনিম লুকে নজর কাড়ছে পায়ে পরা আকর্ষণীয় লাল ব্যালেরিনা জোড়া।
ডেনিম অন ডেনিম লুকে নজর কাড়ছে পায়ে পরা আকর্ষণীয় লাল ব্যালেরিনা জোড়া।
১০/১৫
সিকুইন সজ্জিত কালো শাড়ির সঙ্গে ব্যাকলেস স্লিভলেস ব্লাউজ বেছে নিয়েছেন সারা। সঙ্গে পরেছেন সাদা পাথরের ফ্লোরাল স্টেটমেন্ট দুল।
সিকুইন সজ্জিত কালো শাড়ির সঙ্গে ব্যাকলেস স্লিভলেস ব্লাউজ বেছে নিয়েছেন সারা। সঙ্গে পরেছেন সাদা পাথরের ফ্লোরাল স্টেটমেন্ট দুল।
১১/১৫
রুশড বডিকন ড্রেস পরেছেন তিনি এই লুকে। ব্লন্ড চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা।
রুশড বডিকন ড্রেস পরেছেন তিনি এই লুকে। ব্লন্ড চুলগুলো সফট কার্ল করে ছেড়ে রাখা।
১২/১৫
গোলাপি স্ট্র্যাপলেস গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন ফ্যাশনিস্তা সারা। তাঁর সাজেও গোলাপি আভা ফুটে উঠেছে।
গোলাপি স্ট্র্যাপলেস গাউনে যেন দ্যুতি ছড়াচ্ছেন ফ্যাশনিস্তা সারা। তাঁর সাজেও গোলাপি আভা ফুটে উঠেছে।
১৩/১৫
ফ্লোরছোঁয়া পান্না সবুজ বডিকন গাউনে অত্যন্ত স্টাইলিশ লাগছে সারাকে।
ফ্লোরছোঁয়া পান্না সবুজ বডিকন গাউনে অত্যন্ত স্টাইলিশ লাগছে সারাকে।
১৪/১৫
একদম ক্যাজুয়াল লুকে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। স্লিভলেস টপস আর ডেনিম প্যান্টের সঙ্গে গলায় পরেছেন মিনিমাল লকেট চেইন। মাথায় শোভা পাচ্ছে স্টাইলিশ সানগ্লাস।
একদম ক্যাজুয়াল লুকে ফ্রেমবন্দী হয়েছেন তিনি। স্লিভলেস টপস আর ডেনিম প্যান্টের সঙ্গে গলায় পরেছেন মিনিমাল লকেট চেইন। মাথায় শোভা পাচ্ছে স্টাইলিশ সানগ্লাস।
১৫/১৫
লেহেঙ্গার জমকালো লুকে গ্ল্যাম ভাব ছড়াচ্ছেন তিনি।
লেহেঙ্গার জমকালো লুকে গ্ল্যাম ভাব ছড়াচ্ছেন তিনি।
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন