সারা টেন্ডুলকার বেশির ভাগ মানুষের কাছে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে হিসেবেই পরিচিত। মা অঞ্জলি টেন্ডুলকারের পরামর্শে মেডিকেলে পড়লেও সারা সব সময় আগ্রহী ছিলেন মডেলিংয়ে। ইতিমধ্যে ফ্যাশন ও মডেলিংয়ের জগতে নিজের অবস্থানও গড়ে তুলেছেন শচীনকন্যা । আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন তিনি। ‘স্টার কিড’ তকমাকে দূরে রেখে নিজের স্টাইল স্টেটমেন্ট ও ফ্যাশন সেন্সের কারণে ধীরে ধীরে সারা হয়ে উঠছেন নতুন প্রজন্মের ফ্যাশন আইকন। তাঁর লুক যেমন সাহসী, তেমনই স্নিগ্ধ । কোনো বাড়াবাড়ি নেই, নেই কৃত্রিমতা। সারার ওয়েস্টার্ন আর এথনিক লুকের ছবিগুলো দেখে আসি চলুন আজ।