'এঞ্জেল' মানেই নিষ্পাপ আর সৌম্য সৌন্দর্য। ঠিক তেমন লুকেই দেখা যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীকে তাঁর সাম্প্রতিক ছবিগুলোতে।
এঞ্জেলের ডানা নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ফ্যান্টাসি কাজ করে। বিভিন্ন থিমভিত্তিক কস্টিউম ও আউটফিটে আমরা এই ধবধবে সাদা ডানার ব্যবহার দেখতে পাই। আর সেক্ষেত্রে পোশাকের জন্যও সাদা রং বেছে নেওয়া হয়। বুবলীর এই লুকেও তার ব্যতিক্রম হয় নি।
এখানে সাদা ম্যাক্সি ড্রেস পরেছেন বুবলী। শিয়ার ফেব্রিকের নিচে একই রঙের লাইনিং রয়েছে ঘেরের অংশে। বেশ ফ্লোয়ি প্যাটার্নের এটি।
সুইটহার্ট নেকলাইনের টপের অংশে ফো পার্লের জমকালো কারুকাজ করা। অনেকটা প্রিন্সেস স্টাইল গাউনের মতো করেই ডিজাইন করা ড্রেসটি। তবে এই আউটফিটের হাইলাইট অবশ্যই সাদা ডানা। এঞ্জেল উইংয়ে বেশ বাস্তবসম্মত ফেদার ডিটেইলিং ব্যবহার করা হয়েছে। ডানা দুটো খুব সুন্দরভাবে সেট করা হয়েছে আউটফিটের সঙ্গে। আর স্লিভস থেকে নেমে যাওয়া ফো পার্লের তিন লহরি ডিজাইনটিও বেশ নজর কাড়ছে।
বুবলীর হেয়ারস্টাইলও বেশ মানানসই হয়েছে এখানে। লালচে বাদামি হাইলাইট করে সফট কার্লস স্টাইলে ছেড়ে রেখেছেন তিনি মাঝারি দৈর্ঘ্যের চুল।
মেক ওভার বা গয়নার বাহুল্য নেই বুবলীর এই 'হোয়াইট এঞ্জেল' লুকে। সেমি ম্যাট মেরুন লিপকালার বেশ মানিয়েছে পুরো সাজের সঙ্গে। সব মিলিয়ে খুবই স্নিগ্ধ লাগছে এই সুন্দরী অভিনেত্রীকে।
ছবি: বুবলীর ফেসবুক