টেলিভিশনের এই দুষ্টু-মিষ্টি বউকে এমন বোল্ড লুকে আগে দেখেছেন কি
শেয়ার করুন
ফলো করুন

২০১৬ সালে সাড়াজাগানো ‘খোকাবাবু’ ধারাবাহিক দিয়ে পর্দায় অভিষেক ঘটে এই সুন্দরী অভিনেত্রীর। কলকাতাকেন্দ্রিক টেলিভিশন ধারাবাহিকগুলো আমাদের দেশেও সমান জনপ্রিয়। আর সেখানে নানা সময়ে লক্ষ্মীমন্ত বা দুষ্টুমিষ্টি বউয়ের চরিত্রে ঐতিহ্যবাহী সাজে দুই বাংলার দর্শকদেরই মন কাড়েন তৃণা সাহা। টিভি পর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি ওয়েব সিরিজেও নজর কাড়ছেন তিনি। তবে এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম ঘুরে এসে যেন মনে হলো অন্য তৃণাকে দেখছি আমরা। বিশ্বাস না হলে নিজেরাই দেখে নিন আবেদন ছড়ানো সাম্প্রতিক এ লুকটি।

১/৮
জারা ব্র্যান্ডের কফিরঙা বডিকন ফিট ড্রেস পরেছেন এই সুন্দরী অভিনেত্রী।
জারা ব্র্যান্ডের কফিরঙা বডিকন ফিট ড্রেস পরেছেন এই সুন্দরী অভিনেত্রী।
বিজ্ঞাপন
২/৮
রুশড বা গ্যাদার্ড ডিজাইন আছে গাউনে। স্লিভলেস ডিজাইন এবং কাঁধের স্ট্র্যাপে মেটাল ব্রোচ ডিটেলিং আকর্ষণ কাড়ছে বেশ
রুশড বা গ্যাদার্ড ডিজাইন আছে গাউনে। স্লিভলেস ডিজাইন এবং কাঁধের স্ট্র্যাপে মেটাল ব্রোচ ডিটেলিং আকর্ষণ কাড়ছে বেশ
বিজ্ঞাপন
৩/৮
নজর কাড়ছে অভিনেত্রীর মেকআপও। বেজ মেকআপ রাখা হয়েছে ডিউই ও ন্যাচারাল। তবে লুকে গ্ল্যামারাস টাচ যোগ করতে হাইলাইটার ব্যবহার করেছেন অভিনেত্রী।
নজর কাড়ছে অভিনেত্রীর মেকআপও। বেজ মেকআপ রাখা হয়েছে ডিউই ও ন্যাচারাল। তবে লুকে গ্ল্যামারাস টাচ যোগ করতে হাইলাইটার ব্যবহার করেছেন অভিনেত্রী।
৪/৮
অভিনেত্রী তাঁর চুলগুলো ছেড়ে রেখেছেন সফট ওয়েভি স্টাইলে। খেয়াল করলে দেখা যাবে চুল আর পোশাকের রং বেশ কাছাকাছি, যা তিনি বেশ সুন্দরভাবে ক্যারি করেছেন
অভিনেত্রী তাঁর চুলগুলো ছেড়ে রেখেছেন সফট ওয়েভি স্টাইলে। খেয়াল করলে দেখা যাবে চুল আর পোশাকের রং বেশ কাছাকাছি, যা তিনি বেশ সুন্দরভাবে ক্যারি করেছেন
৫/৮
আই মেকআপে শিমারি আইশ্যাডো, মাসকারা আর হালকা স্মাজড কাজল চোখকে দিয়েছে আকর্ষণীয় আবেদন। অন্যদিকে ঠোঁটে সাজিয়েছেন গ্লসি ন্যুড লিপস্টিকে।
আই মেকআপে শিমারি আইশ্যাডো, মাসকারা আর হালকা স্মাজড কাজল চোখকে দিয়েছে আকর্ষণীয় আবেদন। অন্যদিকে ঠোঁটে সাজিয়েছেন গ্লসি ন্যুড লিপস্টিকে।
৬/৮
এই লুকে কালো ফ্রেমের চশমায় অন্য রকম লুকে ক্যামেরাবন্দী হয়েছে তৃণা 
অতিরিক্ত ও ভারী কোনো অ্যাক্সেসরিজ না পরেই পুরো লুকে ফুটে উঠেছে মিনিমাল ও ক্লাসি আমেজ। শুধু কানে শোভা পাচ্ছে গোল্ডেন স্টেটমেন্ট দুল আর হাতে আংটি।
এই লুকে কালো ফ্রেমের চশমায় অন্য রকম লুকে ক্যামেরাবন্দী হয়েছে তৃণা অতিরিক্ত ও ভারী কোনো অ্যাক্সেসরিজ না পরেই পুরো লুকে ফুটে উঠেছে মিনিমাল ও ক্লাসি আমেজ। শুধু কানে শোভা পাচ্ছে গোল্ডেন স্টেটমেন্ট দুল আর হাতে আংটি।
৭/৮
নখে মিল্কি হোয়াইট ম্যানিকিউর নজর কাড়ছে, যা গাউনের সঙ্গে কনট্রাস্ট তৈরি করেছে।
নখে মিল্কি হোয়াইট ম্যানিকিউর নজর কাড়ছে, যা গাউনের সঙ্গে কনট্রাস্ট তৈরি করেছে।
৮/৮
সব মিলিয়ে তৃণার আকর্ষণীয় ফিগারের সঙ্গে বেশ মানিয়ে গেছে গাউনটি। সঙ্গে সাজেও বাজিমাত করেছেন অভিনেত্রী।
সব মিলিয়ে তৃণার আকর্ষণীয় ফিগারের সঙ্গে বেশ মানিয়ে গেছে গাউনটি। সঙ্গে সাজেও বাজিমাত করেছেন অভিনেত্রী।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯: ৫১
বিজ্ঞাপন