বোল্ড আমেজে শীত ফ্যাশন: দেখুন ২ নায়িকার ৬ লুক
শেয়ার করুন
ফলো করুন

নতুন অভিনেত্রীরা পর্দার সঙ্গে সঙ্গে পর্দার বাইরেও মুগ্ধ করেন সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেদের নজরকাড়া সব লুকের ছবি দিয়ে। সিজনাল ফ্যাশনের অনুপ্রেরণাও যোগান। সুন্দরী দুই অভিনেত্রী নীলাঞ্জনা নীলা আর ফারিন খান এমনিতেই খুবই স্টাইলিশ। তাঁদের ইন্সটাগ্রাম যেন ফ্যাশন পোর্টফোলিও। শীত ফ্যাশনে বোল্ড আমেজ দেখা যাচ্ছে  নীলা আর ফারিনের ৬টি ভিন্ন ভিন্ন লুকে।

১/৬
কালো টপের সঙ্গে কালো লেদার জ্যাকেটের ক্ল্যাসিক শীত ফ্যাশনে ফারিন খানের কালো টিপ এনেছে আলাদা মাত্রা
কালো টপের সঙ্গে কালো লেদার জ্যাকেটের ক্ল্যাসিক শীত ফ্যাশনে ফারিন খানের কালো টিপ এনেছে আলাদা মাত্রা
বিজ্ঞাপন
২/৬
নীলাঞ্জনা নীলার সোয়েটার আর স্কার্ফের কোজি লুকে বোল্ড ভাইব এসেছে গাঢ় ব্লাড রেড ম্যাট লিপসে
নীলাঞ্জনা নীলার সোয়েটার আর স্কার্ফের কোজি লুকে বোল্ড ভাইব এসেছে গাঢ় ব্লাড রেড ম্যাট লিপসে
বিজ্ঞাপন
৩/৬
সাদা ট্যাঙ্ক টপ আর হাই ওয়েস্টেড ম্যাচিং ট্রাইজার্সের সঙ্গে ফারিনের লুকে দেখা যাচ্ছে বেবি পিংক ব্লেজার
সাদা ট্যাঙ্ক টপ আর হাই ওয়েস্টেড ম্যাচিং ট্রাইজার্সের সঙ্গে ফারিনের লুকে দেখা যাচ্ছে বেবি পিংক ব্লেজার
৪/৬
সাদা ক্রপড টপের সঙ্গে জিন্স আর ল্যাভেন্ডার-গোলাপি ব্লেজার পরেছেন নীলা
সাদা ক্রপড টপের সঙ্গে জিন্স আর ল্যাভেন্ডার-গোলাপি ব্লেজার পরেছেন নীলা
৫/৬
কালো ভেলভেট গাউন আর রেড লিপসে্র আবেদনময় শীত ফ্যাশনে ফারিন
কালো ভেলভেট গাউন আর রেড লিপসে্র আবেদনময় শীত ফ্যাশনে ফারিন
৬/৬
সাদা-কালো নিটেড লং ড্রেসে ব্লেজারের সঙ্গে কালো শেডসে শীত ফ্যাশন লুকে নীলা
সাদা-কালো নিটেড লং ড্রেসে ব্লেজারের সঙ্গে কালো শেডসে শীত ফ্যাশন লুকে নীলা

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬: ১৯
বিজ্ঞাপন