
নতুন অভিনেত্রীরা পর্দার সঙ্গে সঙ্গে পর্দার বাইরেও মুগ্ধ করেন সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেদের নজরকাড়া সব লুকের ছবি দিয়ে। সিজনাল ফ্যাশনের অনুপ্রেরণাও যোগান। সুন্দরী দুই অভিনেত্রী নীলাঞ্জনা নীলা আর ফারিন খান এমনিতেই খুবই স্টাইলিশ। তাঁদের ইন্সটাগ্রাম যেন ফ্যাশন পোর্টফোলিও। শীত ফ্যাশনে বোল্ড আমেজ দেখা যাচ্ছে নীলা আর ফারিনের ৬টি ভিন্ন ভিন্ন লুকে।






ছবি: ইন্সটাগ্রাম