ল্যাভেন্ডারে মজেছেন এই সুন্দরী অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

সুন্দরী অভিনেত্রী হিসেবে সারিকা সাবাহ ভক্তদের কাছে সব সময় আলাদাভাবে সমাদৃত। তাঁর রূপে থাকে একধরনের স্নিগ্ধ আমেজ। মিষ্টি হাসি ও পরিমিত আবেদনময়তায় নানা লুকে তিনি প্রায়ই সবার মন জয় করেন। বডিকন পোশাকের স্নিগ্ধ ল্যাভেন্ডার লুকে এই সুন্দরী অভিনেত্রী সত্যিই চোখ জুড়ালেন বলতে হয়। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী রফিকুল ইসলাম

১/৪
ল্যাভেন্ডার রঙের ফুলস্লিভ ড্রেসে স্নিগ্ধ আবেদন ছড়াচ্ছেন সারিকা।
ল্যাভেন্ডার রঙের ফুলস্লিভ ড্রেসে স্নিগ্ধ আবেদন ছড়াচ্ছেন সারিকা।
বিজ্ঞাপন
২/৪
বডিকন এই পোশাকের মূল আকর্ষণ রুশড ডিজাইন ও মারমেইড কাট। যেন ক্ল্যাসিকের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ফুটে উঠেছে তাঁর লুকে।
বডিকন এই পোশাকের মূল আকর্ষণ রুশড ডিজাইন ও মারমেইড কাট। যেন ক্ল্যাসিকের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ফুটে উঠেছে তাঁর লুকে।
বিজ্ঞাপন
৩/৪
মেকআপেও রাখা হয়েছে সফট টাচ। ডাস্টি পিঙ্ক টোনের আইশ্যাডো, মাসকারা, ন্যুড লিপকালার ও ব্লাশঅন–হাইলাইটারে সেজেছেন সারিকা
মেকআপেও রাখা হয়েছে সফট টাচ। ডাস্টি পিঙ্ক টোনের আইশ্যাডো, মাসকারা, ন্যুড লিপকালার ও ব্লাশঅন–হাইলাইটারে সেজেছেন সারিকা
৪/৪
সারিকার চুলে ক্ল্যাসিক হলিউড ওয়েভ, এক পাশে হালকা পার্ট করা। সঙ্গে পরেছেন ল্যাভেন্ডার শেডের দুল। গাউনের সঙ্গে মিলিয়ে এটি দিয়েছে এক নিখুঁত স্টেটমেন্ট টাচ।
সারিকার চুলে ক্ল্যাসিক হলিউড ওয়েভ, এক পাশে হালকা পার্ট করা। সঙ্গে পরেছেন ল্যাভেন্ডার শেডের দুল। গাউনের সঙ্গে মিলিয়ে এটি দিয়েছে এক নিখুঁত স্টেটমেন্ট টাচ।

ছবি: রফিকুল ইসলাম (র‍্যাফ ক্লিক)

পোশাক: সেলিব্রিটিস চয়েস

মেকওভার: অরা বিউটি লাউঞ্জ

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৪: ০০
বিজ্ঞাপন