
সুন্দরী অভিনেত্রী হিসেবে সারিকা সাবাহ ভক্তদের কাছে সব সময় আলাদাভাবে সমাদৃত। তাঁর রূপে থাকে একধরনের স্নিগ্ধ আমেজ। মিষ্টি হাসি ও পরিমিত আবেদনময়তায় নানা লুকে তিনি প্রায়ই সবার মন জয় করেন। বডিকন পোশাকের স্নিগ্ধ ল্যাভেন্ডার লুকে এই সুন্দরী অভিনেত্রী সত্যিই চোখ জুড়ালেন বলতে হয়। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী রফিকুল ইসলাম।




ছবি: রফিকুল ইসলাম (র্যাফ ক্লিক)
পোশাক: সেলিব্রিটিস চয়েস
মেকওভার: অরা বিউটি লাউঞ্জ