কেবিন ক্রু থেকে র্যাম্পে, আর র্যাম্প থেকে রুপালি পর্দায়—সোনম বাজওয়ার যাত্রা যেন এক অনুপ্রেরণার গল্প। ভারতের উত্তরাখন্ডে জন্ম নেওয়া এই অভিনেত্রী পাঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। সাবলীল অভিনয় আর মনকাড়া সৌন্দর্যের জন্য দর্শকমহলে আলাদা কদর আছে তাঁর। চলতি বছরে মুক্তি পাওয়া ‘হাউসফুল ৫’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। তবে এই চূড়ায় পৌঁছানো সহজ ছিল না তাঁর জন্য। মডেলিং দিয়ে শুরু, গায়ের রং নিয়ে কটাক্ষ, সৌন্দর্য প্রতিযোগিতায় হারের অভিজ্ঞতা—সবকিছু পেছনে ফেলে তিনি এ জায়গা তৈরি করেছেন। তবে শুধু অভিনয় নয়, ফ্যাশনের মঞ্চেও সোনম বাজওয়ার উপস্থিতি চোখধাঁধানো। আত্মবিশ্বাসে ভরপুর তাঁর লুক আর স্টাইল আজকের তরুণ প্রজন্মের ফ্যাশন অনুপ্রেরণা হতে পারে। তাঁর নজরকাড়া কিছু লুক দেখে আসি চলুন–