বিমানবালা থেকে পাঞ্জাবি সিনেমার তারকা: ১ ডজন স্টাইলিশ লুকে সোনমের বাজিমাত
শেয়ার করুন
ফলো করুন

কেবিন ক্রু থেকে র‍্যাম্পে, আর র‍্যাম্প থেকে রুপালি পর্দায়—সোনম বাজওয়ার যাত্রা যেন এক অনুপ্রেরণার গল্প। ভারতের উত্তরাখন্ডে জন্ম নেওয়া এই অভিনেত্রী পাঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। সাবলীল অভিনয় আর মনকাড়া সৌন্দর্যের জন্য দর্শকমহলে আলাদা কদর আছে তাঁর। চলতি বছরে মুক্তি পাওয়া ‘হাউসফুল ৫’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে অভিষেকেই বাজিমাত করেছেন তিনি। তবে এই চূড়ায় পৌঁছানো সহজ ছিল না তাঁর জন্য। মডেলিং দিয়ে শুরু, গায়ের রং নিয়ে কটাক্ষ, সৌন্দর্য প্রতিযোগিতায় হারের অভিজ্ঞতা—সবকিছু পেছনে ফেলে তিনি এ জায়গা তৈরি করেছেন। তবে শুধু অভিনয় নয়, ফ্যাশনের মঞ্চেও সোনম বাজওয়ার উপস্থিতি চোখধাঁধানো। আত্মবিশ্বাসে ভরপুর তাঁর লুক আর স্টাইল আজকের তরুণ প্রজন্মের ফ্যাশন অনুপ্রেরণা হতে পারে। তাঁর নজরকাড়া কিছু লুক দেখে আসি চলুন–

১/১২
সি থ্রু সাদা পোশাকে শুভ্রতার আবেদন ছড়াচ্ছেন তিনি।
সি থ্রু সাদা পোশাকে শুভ্রতার আবেদন ছড়াচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
২/১২
কাটআউট স্টাইলের স্ট্র্যাপলেস কালো গাউনে গথিক লুক ফুটে উঠেছে। গলায় পরেছেন রোজ মোটিফের নেকপিস।
কাটআউট স্টাইলের স্ট্র্যাপলেস কালো গাউনে গথিক লুক ফুটে উঠেছে। গলায় পরেছেন রোজ মোটিফের নেকপিস।
বিজ্ঞাপন
৩/১২
নীল গ্যাদার্ড প্যাটার্নের বডিকন ড্রেসের সঙ্গে গোল্ডেন স্টেটমেন্ট দুল পরেছেন সোনম।
নীল গ্যাদার্ড প্যাটার্নের বডিকন ড্রেসের সঙ্গে গোল্ডেন স্টেটমেন্ট দুল পরেছেন সোনম।
৪/১২
গ্ল্যামারাস শাড়ি লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। রোজ গোল্ড রঙের শিমারি শাড়ির সঙ্গে স্টোন এমবেলিশমেন্ট হল্টারনেক স্টাইলের স্টেটমেন্ট ব্লাউজ পরেছেন তিনি।
গ্ল্যামারাস শাড়ি লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। রোজ গোল্ড রঙের শিমারি শাড়ির সঙ্গে স্টোন এমবেলিশমেন্ট হল্টারনেক স্টাইলের স্টেটমেন্ট ব্লাউজ পরেছেন তিনি।
৫/১২
সোনম বাজওয়ার এই লুক নিঃসন্দেহে নজরকাড়া! ক্রিম রঙের কুরুশকাঁটার তৈরি টপের সঙ্গে ডার্ক ডেনিম প্যান্ট পরেছেন।
সোনম বাজওয়ার এই লুক নিঃসন্দেহে নজরকাড়া! ক্রিম রঙের কুরুশকাঁটার তৈরি টপের সঙ্গে ডার্ক ডেনিম প্যান্ট পরেছেন।
৬/১২
ধূসর স্পোর্টি ব্রালেট ও ম্যাচিং বডিকন স্কার্টের আবেদন ছড়ানো মোনোক্রম লুকে।
ধূসর স্পোর্টি ব্রালেট ও ম্যাচিং বডিকন স্কার্টের আবেদন ছড়ানো মোনোক্রম লুকে।
৭/১২
গাউনের সিম্পল ও এলিগ্যান্ট লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন।
গাউনের সিম্পল ও এলিগ্যান্ট লুকে ক্যামেরায় ধরা দিয়েছেন।
৮/১২
ওভারসাইজড ব্লেজারের সঙ্গে নজর কাড়ছে গলায় পরা স্টেটমেন্ট নেকপিস আর হাতের লাল গ্লাভস।
ওভারসাইজড ব্লেজারের সঙ্গে নজর কাড়ছে গলায় পরা স্টেটমেন্ট নেকপিস আর হাতের লাল গ্লাভস।
৯/১২
গোল্ডেন শাড়ির লুকে গ্ল্যাম আমেজ ছড়াচ্ছেন নায়িকা।
গোল্ডেন শাড়ির লুকে গ্ল্যাম আমেজ ছড়াচ্ছেন নায়িকা।
১০/১২
সাদা রেসারব্যাক ট্যাংক টপ, ওভারসাইজড ডেনিম জিনস আর অফ হোয়াইট হাই-স্লাউচি বুট পরে পোজ দিয়েছেন তিনি।
সাদা রেসারব্যাক ট্যাংক টপ, ওভারসাইজড ডেনিম জিনস আর অফ হোয়াইট হাই-স্লাউচি বুট পরে পোজ দিয়েছেন তিনি।
১১/১২
অল-ব্ল্যাক ক্রপ-টপ ও প্যান্টসের লুকে পোজ দিয়েছেন সোনম। আবেদন যোগ করেছে ছেড়ে রাখা সফট কার্ল চুল।
অল-ব্ল্যাক ক্রপ-টপ ও প্যান্টসের লুকে পোজ দিয়েছেন সোনম। আবেদন যোগ করেছে ছেড়ে রাখা সফট কার্ল চুল।
১২/১২
বিয়ের সাজে যদি ঐতিহ্যের ছোঁয়ার সঙ্গে আধুনিক গ্ল্যামারও চাই, তাহলে সোনমের এই ন্যুড টোনের লেহেঙ্গা নিঃসন্দেহে অনুপ্রেরণা হতে পারে।
বিয়ের সাজে যদি ঐতিহ্যের ছোঁয়ার সঙ্গে আধুনিক গ্ল্যামারও চাই, তাহলে সোনমের এই ন্যুড টোনের লেহেঙ্গা নিঃসন্দেহে অনুপ্রেরণা হতে পারে।
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০২: ৪৯
বিজ্ঞাপন