কান চলচ্চিত্র উৎসবে শ্বেতশুভ্র গাউনে দেখা দিলেন বর্ষা
শেয়ার করুন
ফলো করুন

সিনেমায় নারীকে কীভাবে দেখানো হয়? নারীর ইমেজই বা কেমন আমাদের সিনেমাগুলোতে? এমন সব প্রশ্ন সামনে রেখে কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে ওয়ার্ল্ড উইমেন্স কান অ্যাজেন্ডা শীর্ষক মতবিনিময় আলোচনা হচ্ছে। আর এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী খাদিজা পারভীন বর্ষা। এমনিতে অভিনেত্রী বর্ষা আসলেই অত্যন্ত সুন্দরী। কান চলচ্চিত্র উৎসবে সিনেমার নারীদের নিয়ে এই আলোচনায় অংশ নেওয়া বর্ষাকে শ্বেতশুভ্র গাউনে খুব সুন্দর লাগছে। চলুন তাঁর ফেসবুক ও ইন্সটাগ্রামে পাওয়া ছবি ও ভিডিওতে দেখে নিই এই লুকের কিছু ঝলক।

১/৪
সাদা ধবধবে একটি গাউন পরে বর্ষাকে দেখা গেল কান চলচ্চিত্র উৎসবে
সাদা ধবধবে একটি গাউন পরে বর্ষাকে দেখা গেল কান চলচ্চিত্র উৎসবে
বিজ্ঞাপন
২/৪
এর ওপরের অংশে কেপ ডিজাইন দেখা যাচ্ছে
এর ওপরের অংশে কেপ ডিজাইন দেখা যাচ্ছে
বিজ্ঞাপন
৩/৪
প্রচুর ফ্লেয়ার দেওয়া গাউনটি বেশ নজরকাড়া
প্রচুর ফ্লেয়ার দেওয়া গাউনটি বেশ নজরকাড়া
৪/৪
মেসি বান, ঝোলানো দুল আর গোলাপি লিপকালার বেছে নিয়েছেন বর্ষা এই লুকে।
মেসি বান, ঝোলানো দুল আর গোলাপি লিপকালার বেছে নিয়েছেন বর্ষা এই লুকে।

ছবি: বর্ষার ফেসবুক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১: ১৪
বিজ্ঞাপন